তারের ঝামেলার দিন শেষ! ব্রডব্যান্ড পরিষেবায় Jio আনছে যুগান্তকারী পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির Jio। টেলিকম বাজারে একচ্ছত্র রাজ তৈরি করার পর এই সংস্থা বিভিন্ন দিকে হাত বাড়াচ্ছে। সংস্থার তরফ থেকে ব্রডব্যান্ড পরিষেবায় বিপ্লব আনার জন্য লঞ্চ করা হয় JioFiber। আর এবার এখানেও আসছে যুগান্তকারী পরিবর্তন।

মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে যে পরিকল্পনা এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আর তারের ঝামেলা থাকবে না। অন্যদিকে তারের ঝামেলা না থাকলেও পরিষেবা পাওয়া যাবে ব্রডব্যান্ডের মতোই স্পিডে। নতুন ধরনের এই পরিষেবার জন্য গ্রাহকদের খুব বেশি দিন অপেক্ষাও করতে হবে না। কাজ যে গতিতে এগোচ্ছে তাতে চলতি বছরের শেষের দিকেই জিও তাদের এই নতুন পরিষেবা চালু করে দেবে।

মুকেশ আম্বানির সংস্থা Jio নতুন ধরনের এই পরিষেবার জন্য JioFiber-এর পর লঞ্চ করতে চলেছে Jio Air Fiber। যে সকল গ্রাহকরা ইতিমধ্যেই জিও ফাইবার ব্যবহার করছেন তাদের নতুন এই পরিষেবা জিও এয়ার ফাইবার ব্যবহার করার জন্য প্রস্তাব দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যাতে জিও এয়ার ফাইবার পৌঁছে যায় তারও বন্দোবস্ত করা হচ্ছে সংস্থার তরফ থেকে।

জানা যাচ্ছে, Jio Air Fiber পরিষেবা ব্যবহার করতে যে সকল গ্রাহকরা আগ্রহী তাদের কাছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে আগামী তিন বছরের মধ্যে ১০০ মিলিয়ন বাড়িতে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার পৌঁছে দেওয়া হবে।

Jio Air Fiber পরিষেবার ক্ষেত্রে কোনো রকম ফাইবার বা তার ব্যবহার করা হবে না বলেই জানা যাচ্ছে। সম্পূর্ণ ওয়্যারলেস পদ্ধতিতে এই পরিষেবা গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তবে ফাইবার বা তার ব্যবহার করা না হলেও অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবার মতই Jio Air Fiber পরিষেবায় স্পিড পাওয়া যাবে। উপরন্তু এই পরিষেবায় আরও বাড়তি বেশ কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা।