পছন্দমতো JioTunes পরিবর্তন এখন এক ক্লিকেই

নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio-র গ্রাহকরা যেকোনো রিচার্জ প্ল্যানের সাথেই JioTunes পেয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই JioTunes সেট করা অথবা পরিবর্তনের ক্ষেত্রে এর আগে কিছুটা হলেও ঝামেলা ছিল। এবার সেই ঝামেলা থেকে মুক্তি দিল সংস্থা।

এযাবৎ এই JioTunes সেট করার জন্য jiosaavn অ্যাপ ব্যবহার করতে হতো অথবা অন্য কারোর নম্বরে থাকা JioTunes (*) প্রেস করে তারপর Y লিখে রিপ্লাই দিয়ে সেট অথবা পরিবর্তন করতে হতো। এছাড়াও JioTunes বাছা যেত এসএমএসের মাধ্যমেও। তবে এবার এই সমস্ত সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিয়ে এক ক্লিকেই নিজের পছন্দের JioTunes সেট করা যাবে নিজের নম্বরে।

এর জন্য Jio গ্রাহকদের ‘MyJio’ অ্যাপটিকে আপডেট করে নিতে হবে Google Playstore থেকে। কারণ এই অ্যাপেই সংস্থার তরফ থেকে যুক্ত করা হয়েছে ‘JioTunes’ ক্যাটাগরিটিকে।

MyJio অ্যাপের মধ্যে থাকা মেনুতে ক্লিক করার পর দেখা যাবে JioTunes অপশনটি। সেখানে ক্লিক করলে প্রথমেই সংস্থার তরফ থেকে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার নম্বরে বর্তমানে কি JioTunes সেট রয়েছে।

ঠিক তার পাশেই থাকা ‘JioTunes Library’ তে ক্লিক করে আপনি আপনার পছন্দের JioTunes খুঁজে নিতে পারবেন। এর জন্য আপনাকে আপনার পছন্দের গানের নাম সার্চ অপশনে দিয়ে সার্চ করতে হবে। এখন সেই গান পাওয়া গেলেই তার নিচে থাকবে ‘Set as JioTunes’। যেখানে ক্লিক করলেই আপনার নম্বরে আপনার পছন্দের JioTunes সেট হয়ে যাবে। নিজের পছন্দের JioTunes সেট করার আগে আপনি তা শুনে নিতেও পারেন।