গোটা দেশ সুবিধা পেলেও বাংলা ‘বঞ্চিত’! বঙ্গসফরে এসে বড় দাবি জেপি নাড্ডার

জেপি নাড্ডা বাংলা সফরে এসে Ayushman Bharat Yojana নিয়ে বড় দাবি করলেন। তিনি বলেন, সারা দেশ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছে, কিন্তু বাংলার মানুষ বঞ্চিত। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে আয়ুষ্মান ভারত চালু হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কলকাতায় ডাক্তারদের সভায় এই কথা বলে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা

আয়ুষ্মান ভারত হল বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রকল্প। এতে ৬৩ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছে, যা দেশের ৪০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী। ৩৩ হাজারের বেশি হাসপাতাল এতে যুক্ত। প্রায় ১০ কোটি মানুষ চিকিত্সা পেয়েছে। বিজেপি সরকার ২০১৭ সালে নতুন স্বাস্থ্য নীতি চালু করে ১ লক্ষ ৮১ হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করেছে। ৭০ বছরের বেশি বয়সীদেরও এই সুবিধা মিলবে। কিন্তু বাংলায় এটা নেই, কারণ তৃণমূল সরকার রাজনৈতিক কারণে এতে যোগ দেয়নি। পরিবর্তে তারা স্বাস্থ্য সাথী যোজনা চালাচ্ছে, যা আয়ুষ্মান ভারতের মতো দেশজুড়ে ব্যবহারযোগ্য নয়।

তৃণমূলের বিরুদ্ধে নাড্ডার অভিযোগ

নাড্ডা বলেন, আগে আয়ুষ্মান কার্ড বাংলায় দেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূল সেগুলো ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন, সাধারণ মানুষের দোষ কী? ওড়িশা ও দিল্লিতে প্রথমে বিরোধিতা হলেও বিজেপি সরকার আসার পর আয়ুষ্মান ভারত চালু হয়েছে। বাংলাতেও তাই হবে বলে বিশ্বাস তাঁর। ২০২৬ নির্বাচনে বিজেপি সংকীর্ণ হারের আসনগুলো লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে। বিহার জয়ের পর বাংলায় ফোকাস বাড়িয়েছে দল।

আরও পড়ুনঃ ন্যূনতম পেনশন ১০০০ থেকে ৫০০০ টাকা! বড় ঘোষণা করতে পারে EPFO 

বাংলার স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক

বাংলায় মাতৃমৃত্যুর হার (এমএমআর) জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতে এমএমআর ৮৮-৯৭ প্রতি লক্ষ জন্মে, কিন্তু বাংলায় ১০৪। জাতীয় স্তরে ৩৫ শতাংশ কমেছে, বাংলায় মাত্র ১১ শতাংশ। এটা দেখায়, রাজ্যে স্বাস্থ্যসেবা ঠিকমতো পৌঁছচ্ছে না। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু হলে এই সমস্যা কমবে।