Holiday In July: কেন ১লা জুলাই হাফ ডে দেওয়া হলো সরকারি অফিসে, কি বলছে নবান্ন?

Holiday In July: সামনেই আসন্ন জুলাই মাস, আর এই জুলাই মাসেই সরকারি কর্মচারীরা পেতে চলেছেন হাফডের ছুটি। তবে কবে এবং কি কারণে এই ছুটি দেওয়া হবে তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নবান্ন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন রাজ্য সরকারের ছুটি সম্পর্কে ।

কেন ছুটি দেওয়া হল ১ লা জুলাই (Holiday In July)?

আসলে রাজ্য জুড়ে ১ জুলাই পালিত হবে চিকিৎসক দিবস। এই উপলক্ষে আগামী মঙ্গলবার ১ জুলাই রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের দুটি দপ্তর খোলা থাকবে এই বিশেষ দিনে। ছুটি প্রসঙ্গে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই নবান্ন থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা আছে যে, ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই বিশেষ দিনটি পালিত হয় চিকিৎসক দিবস হিসাবে।

অর্ধদিবস ছুটি (Holiday In July)

নবান্ন সিদ্ধান্ত অনুযায়ী ওই বিশেষ দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকবে। প্রতিবছরের মতো এই বছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্ত দুটি বাদ দিয়ে সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। একাধিক দপ্তর দুপুর দুটোর পরে ছুটি হয়ে যাবে। এই খবরটি ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের মনে খুশির হাওয়া ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: বীরভূমে নুসরত, সঙ্গে আবার যশ! কি জন্য দুজনে একসাথে এলেন রাঢ় বাংলায়

কোন দপ্তর খোলা থাকবে?

জুলাই মাসের ১লা তারিখে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেসের দফতর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউয়ের দফতর খোলা থাকবে। কিন্তু ঐদিন রাজ্য সরকারের অধীন সকল অফিস মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকবে। নবান্নে তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর থেকেই খুশির আবহাওয়া ছড়িয়ে পড়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ ২৭ জুন রথযাত্রা উপলক্ষে ছুটি (Holiday In July) দেওয়া হয়েছে শুক্রবার। শনিবার এবং রবিবার সরকারি দপ্তর বন্ধ থাকে। এরপর ৩০ জুন সোমবার অফিস থাকবে। পরের দিন মঙ্গলবার হাফ ডে ছুটি। সরকারি কর্মচারীরা শুক্রবার থেকেই অনুভব করতে শুরু করবে ছুটির আমেজ।

রাজ্যে কিভাবে পালিত হয় এই দিন?

পশ্চিমবঙ্গের প্রতিবছরই বিভিন্ন রকম অনুসারের মাধ্যমে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শুধুমাত্র কলকাতাতে নয় বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি নেওয়া হয় সরকারি ও বেসরকারি তরফে। প্রত্যেকটি চিকিৎসকের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই ওই দিনটি নানাভাবে পালন করার চেষ্টা করে চিকিৎসকেরা। প্রতি বারের মতো এ বছরও চিকিৎসক দিবসে সরকার অর্ধদিবস ছুটি (Holiday In July) দিল।