‘বিজেপির ৭ সাংসদ তৃণমূলে যোগ দেবেন, সাথে বিধায়করাও’, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

নিজস্ব প্রতিবেদন : ‘বিজেপি থেকে ৭ জন বিধায়ক খুব শিগগিরই তৃণমূলে যোগ দেবেন। পাশাপাশি যে সকল বিধায়করা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তারাও ফিরবেন।’ মঙ্গলবার হাবরার রাজপথে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি তিনি এদিন এই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবেন তো?’

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন দাবি করে বলেন, “বিজেপিতে একটি লোকও থাকবেন না। খুব শিগগিরই সাতজন বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে ঢুকবেন। মে মাসের প্রথম সপ্তাহে তারা ঢুকে যাবেন। আর আমাদের থেকে যে কয়জন বিধায়ক গিয়ে ছিলেন তারাও লাইন দিয়ে ঢুকে যাবেন। ভোটের আগেই ঢুকে যাবেন। হাওয়া বুঝে যাবেন আর ঢুকে যাবেন। ইতিমধ্যেই তারা লাইন পাততে শুরু করে দিয়েছেন। শুরু হয়ে গেছে গতকাল থেকেই।”

একই সঙ্গে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী কি আদৌ বিজেপিতে থাকবেন? আগামী চার মাস থাকবেন বিজেপিতে। চার-পাঁচ মাস বিজেপিতে সব কাজকর্ম হয়ে গেলে বিজেপি ছেড়ে দেবেন।”

পাশাপাশি তিনি এটাও কটাক্ষ করে বলেন যে, “ডাক পেয়ে যারা বিজেপিতে গেছেন মে মাসের ৩১ তারিখের পর গুটিসুটি মেরে তৃণমূলে ফিরতে লাইন লাগাবেন। কিন্তু তখন আর ঢোকার রাস্তা থাকবে না, গেটটা বন্ধ থাকবে।”