দোতারা অতীত! এবার দিঘায় জ্যোতিপ্রিয়র ৩-৩টি কোটি কোটির হোটেলের হদিস! জানুন সেগুলির নাম

নিজস্ব প্রতিবেদন : রেশন দুর্নীতিতে (Ration Corruption) নাম জড়ানোর পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) গ্রেফতার হওয়ার পরই সামনে আসছে কোটি কোটি টাকার নামে বেনামে সম্পত্তির হদিস। শুক্রবার ভোর রাতে গ্রেপ্তার হওয়ার পরই জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বাংলোর হদিস পাওয়া গিয়েছিল বোলপুরের শান্তিনিকেতনে। শুধু শান্তিনিকেতনের দোতারা নয়, নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে মন্ত্রীর গ্রামের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পূর্বখাঁপুরেও। আর এবার মন্ত্রীর সঙ্গে নাম জড়ালো দীঘার (Digha)।

রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে তোড়জোড় শুরু করতেই দেখা যায় তাদের জালে পড়েন ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahaman)। এই বাকিবুর রহমানের দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। তার সঙ্গে কার কার যোগ রয়েছে সেই সন্ধান করতে গিয়েই সরাসরি রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে এবং তাকেও গ্রেফতার করে ইডি।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, খাদ্যমন্ত্রী থাকাকালীনই প্রভাব খাটিয়ে নিজের আত্মীয়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি লম্বা লম্বা লাফ দিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধি করেছেন। আর এবার এই সম্পত্তি নিয়েই তার দীঘার সঙ্গে নাম জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী সোমবার সল্টলেকের বিজেপির সদর দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিকের দীঘাতেও রয়েছে কোটি কোটি টাকার হোটেল। দীঘায় তিন তিনটি বিলাসবহুল হোটেল জ্যোতিপ্রিয় মল্লিকের রয়েছে বলে দাবি শুভেন্দুর। এই সকল হোটেল অন্যের নামে জ্যোতিপ্রিয় মল্লিক কিনে রেখেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই সকল হোটেলের ছবিও তিনি দেখেছেন বলেও জানিয়েছেন।

কোন কোন হোটেল জ্যোতিপ্রিয় মল্লিকের আওতায় রয়েছে? যে সকল হোটেলের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে সেই সকল হোটেলের নামও প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী ওই তিনটি হোটেল হল মেঘবালিকা, বিচ ভিউ, বি ভিউ রিসর্ট। এইসব হোটেল রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন PA অভিজিৎ মল্লিক এবং স্ত্রীর নামে বলে দাবি করা হচ্ছে।