অনুব্রতকে ভুলে কাঁচা বাদাম গানে মজলেন সাজিদ খান

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। তিনি কেন বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিলেন তা কারও অজানা নয়। মূলত বাদাম বিক্রি করার সময় কাচা বাদাম গান গাইতেন তিনি। সেই গান পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার পরেই তিনি রাতারাতি বাদাম বিক্রেতা থেকে সেলিব্রেটিতে পরিণত হন।

অন্যদিকে বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত কাশিপুরের সাজিদ খান নামের এক ভিডিও ক্রিয়েটরও বেশ খ্যাতি লাভ করেছেন। তিনিও এখন সেলিব্রেটি সমান। তিনি মূলত খ্যাতি লাভ করেছেন অনুব্রত মণ্ডলের বিভিন্ন ডায়ালগের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয় এবং ভিডিও তৈরি করার পরিপ্রেক্ষিতে। তার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখেন। এই সাজিদ খান এখন অনুব্রত মণ্ডলকে ভুলে মজলেন কাঁচা বাদাম গানে।

ভুবন বাদ্যকরের কাচা বাদাম গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পর যে যার নিজের মতো করেই বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করেছেন। সেই সকল প্রতিটি ভিডিও মিলিয়ন বিলিয়ন ভিউ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ঠিক একইভাবে ওই কাঁচা বাদাম গানে বীরভূমের সাজিদ খানকে অভিনয় করতে দেখা গেল। তার অভিনয় মন জয় করেছে দর্শকদের।

সাজিদ খান কাচা বাদাম গানে অভিনয় করার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কখনো পিঠে কাঁচা বাদামের ঝোলা নিয়ে এলাকায় কাচা বাদাম বিক্রি করছেন। আবার কখনো একেবারে রক অন ড্রেসে কাচা বাদাম রিমিক্স গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভুবন বাদ্যকর তার গানের দৌলতে ভুবন মাতানোর পর বর্তমানে তিনি বিভিন্ন স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়াও তিনি সুযোগ পেয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার। অন্যদিকে তার গান শুনে মুগ্ধ হয়েছেন আফ্রিকার এক সঙ্গীত পরিচালক ডেভিড স্কট। তিনি এই গানে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই গানটির একটি রিমিক্স ভার্সনও তৈরি করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভুবন বাদ্যকরকে অফার দিয়েছেন একসঙ্গে কাজ করার।