সেলিব্রিটি হয়ে বিড়ম্বনা, এইভাবে দিন কাটছে কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের

লাল্টু : রাতারাতি বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। তার এইভাবে সেলিব্রেটি হয়ে ওঠার মূলে রয়েছে তার গান কাঁচা বাদাম ভাইরাল হওয়া। তবে এইভাবে রাতারাতি সেলিব্রিটি হয়ে বড়ই বিড়ম্বনায় পড়েছেন তিনি। এই বিড়ম্বনার মধ্যে কিভাবে দিন কাটছে তা তিনি জানিয়েছেন আমাদের।

বাদাম বিক্রি করার সময় কাচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এখন সেই গান রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশে পৌঁছে গিয়েছে। দেশ-বিদেশের সেলিব্রেটিরা তার গানে কোমর দুলিয়ে রিল ভিডিও তৈরি করছেন। আর এই দিকে ভুবন বাদ্যকর ত্রিপল ঢাকা দেওয়া মাটির বাড়িতে বসবাস করছেন।

যদিও বৃহস্পতিবার গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। আগামী সাত দিনের মধ্যে আরও দেড় লক্ষ টাকা তাকে দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই মিউজিক সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি ভুবন বাদ্যকর জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করবেন না।

তবে সেলিব্রেটি হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাকে যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে পার হতে হয়েছে তা-ও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, “সেলিব্রিটি লোক হয়ে আর বাদাম বিক্রি কি করা যায়, বলুন না! আমি এখন কি করি ওটাই মাথায় চিন্তা। রাতে ঘুম হয় না। এখন বাদাম বিক্রি করতে গেলে বাদাম বস্তায় ভরা থাকবে আর মানুষজন জুটে যাবে। তারা কেউ সেলফি তুলবে, কেউ ফটো তুলবে। কেউ আবার জড়িয়ে ধরবে। আবার পরিচিত আছে তারা চুম্মা পর্যন্ত নিয়ে নেবে।”

পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, “এখন আমি যদি বস্তা ভরে বাদাম বিক্রি করতে যায়, তাহলে গ্রামের মানুষেরা এই প্রশ্ন তুলবেন, দেখো সেলিব্রেটি হয়ে বাদাম বিক্রি করতে চলে এসেছে।”