আড়াই কেজি ওজনের রুপোর তরোয়াল উপহার কাজল শেখকে

১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে বীরভূমের নানুরের বাসা পাড়ায় শুরু হল মিলন মেলা। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর নানুরের বাসা পাড়ায় মিলন মেলার আয়োজন করা হয়ে থাকে। নানুরের এই মিলন মেলায় প্রত্যেক বছরই জেলার শীর্ষস্থানীয় তৃণমূল নেতাদের হাতে আকর্ষণীয় বিভিন্ন ধরনের উপহার তুলে দেওয়া হয়। আগে এই মেলা থেকেই বিভিন্ন ধরনের নজর কারা উপহার পেয়েছেন অনুব্রত মণ্ডল, আর এখন গত তিন বছর ধরে উপহার পাচ্ছেন কাজল শেখ।

কাজল শেখকে মিলন মেলা থেকে গত বছর রুপোর মুকুট উপহার দেওয়া হয়েছিল। আর এই বছর দেওয়া হল রুপোর তরোয়াল। যে রুপোর তরোয়ালটি উপহার দেওয়া হয়েছে তার ওজন দুই থেকে আড়াই কিলো বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ হনু টুপি পরে বিজেপি আইটি সেলের ইনচার্জকে মারধর! অনুব্রতর ডায়লগেরই কী ফলাফল! অভিযুক্ত তৃণমূল

রুপোর এমন তরোয়াল উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখকে এদিন রুপোর তরোয়াল উপহার দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সাংসদ অসিত মাল ও বিধায়ক বিধানচন্দ্র মাজিকে রুপোর কলম উপহার দেওয়া হয়।