দুবরাজপুরের ভাঙা কজওয়ে পরিদর্শন কাজল শেখের, ব্যবস্থা গ্রহণ নিয়ে যা জানালেন

ভাঙ্গা কজওয়ে পরিদর্শনে গিয়ে পরিদর্শন স্থল থেকেই দায়িত্বে থাকা আধিকারিকদের ফোন এবং তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের বন্দোবস্ত করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এর আগেও তাকে এই ধরনের ভূমিকায় দেখা গিয়েছে, আর আবারও।

বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বুধ গ্রামের মাঝে শাল নদীর উপর থাকা কজওয়ে একাংশ অতি বৃষ্টির কারণে ভেঙে যায়। এরপরই নদীর অপরপ্রান্তে থাকা অন্ততপক্ষে দশটি গ্রামের বাসিন্দারা দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে পড়েন।

আরও পড়ুন: গ্রামের পড়ুয়াদের জন্মদিন পালন করবে স্কুল, অভিনব উদ্যোগ দেখে কুর্নিশ জানাবেন আপনিও

গ্রামবাসীদের অসুবিধা দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রথম থেকেই এই কজওয়ে দ্রুত নির্মাণের জন্য পরিদর্শনে যান। আর তাদের পরিদর্শনের পর এবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ওই স্থান পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই আশ্বাস দেন। তিনি ঘটনাস্থল থেকেই এডিএম জেলা পরিষদকে ফোন করেন। তারপরেই দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে এমনটাই আশ্বাস দেন।