খেলা আর খেলা! খেলার টানে ক্রিকেট মাঠে কাজল শেখ

খেলার কথা উঠলেই এখন বারবার রাজনীতির কথা মাথায় আসে। তবে সেসব নয়, সত্যি কারের খেলা এখন চলছে বিভিন্ন জায়গায়। আর সেই খেলার টানেই বারবার মাঠ মুখি হতে দেখা যাচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে।

এখনকার দিনের ছেলেমেয়েদের মোবাইল আসক্তি থেকে তাদের বের করে মাঠমুখি করে তোলার জন্য খেলার প্রয়োজন অত্যন্ত জরুরী। সে কথা মাথায় রেখেই বিভিন্ন জায়গায় খেলার আয়োজন করা হচ্ছে। আর সেই রকমই একটি ক্রিকেট টুর্নামেন্টে হাজির হতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে।

আরও পড়ুনঃ পন্ড হতে পারে নিউ ইয়ার্স পার্টি, গিগ ওয়ার্কার ধর্মঘটের জেরে ভোগান্তির আশঙ্কা

রবিবার সলপা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন কাজল শেখ। যেখানে উপস্থিত হওয়ার পাশাপাশি ফাইনাল খেলায় জয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি তুলে দিতে দেখা যায় তাকে। এর পাশাপাশি খেলা নিয়েও তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্য করে বেশ কিছু বার্তা দেন।