Kakababu: আবারো বড় পর্দায় ‘কাকাবাবু’, সঙ্গী ‘ভুটু ভাইজান’, ‘সন্তু’র চরিত্রে কে?

Kakababu: সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবু নিয়ে প্রচুর সিনেমা হয়েছে। দর্শকদের মাঝে যা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটিতে দর্শক বড় পর্দায় দেখতে পাবেন কাকাবাবুকে। বড় পর্দায় কাকাবাবু আবার ফিরে আসছে প্রায় তিন বছর পর। কাকাবাবুর চরিত্রে অবশ্যই দেখতে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে বদলে গিয়েছেন সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালক।

ছবির জমকালো মহরত অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে। সেই অফিসে উপস্থিত ছিলেন সিনেমার সমস্ত কলাকুশলীরা। নির্মাতারা কাকাবাবুর নতুন অভিযানের জন্য বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। তার কাছে নতুন চ্যালেঞ্জ হলো কাকাবাবু (Kakababu)।

বড়পর্দায় প্রথম কাকাবাবুর ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আগে কাকাবাবুর (Kakababu) তিনটি ছবিতে দর্শক সন্তুর ভূমিকায় অভিনয় করতে দেখেছেন আরিয়ান ভৌমিককে। এবার কিন্তু বদলে গেছে সন্তুর চরিত্রের অভিনেতা, দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে।

আরও পড়ুন: মহাকুম্ভ মেলার থেকে কত টাকা আয় হলো? যোগী সরকারের তো পৌষমাস

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল অর্ঘ্য। এছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে ব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘হামি’ ছবিতে ‘ভুটু’ ওরফে ‘ভুটু ভাইজান’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসে ব্রত। পাশাপাশি এই ছবিতে থাকছেন সত্যম ভট্টাচার্য। তবে আশা করা যাচ্ছে ছবিটি দর্শকদের নজর কাড়বে।

চলতি বছরে কাকাবাবু (Kakababu) ফ্র্যাঞ্চাইজি এগিয়ে চলেছে সৃজিতের পরিবর্তে চন্দ্রাশিসের হাত ধরে। দর্শক আদৌ কি মুগ্ধ হবে কাকাবাবুর এই নতুন সিনেমাতে? দর্শকদের জন্য কোন নতুন চমক অপেক্ষা করছে এই সিনেমায়? সৃজিতের মতো এই নতুন পরিচালককে তুলে ধরতে পারবেন কাকাবাবু ও সন্তুর চরিত্রের নিপুনতাকে? এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন। শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। তবে মুক্তি পাওয়ার পর অবশ্যই দেখতে আসবেন সিনেমা হলে।