লাল্টু: কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড! কোথাও ভেঙ্গে পড়েছে মোবাইল টাওয়ার, তো আবার কোথাও ভেঙ্গে পড়েছে হাইটেনশন ইলেকট্রিক পোল। এখানেই শেষ নয়, এর পাশাপাশি বজ্রবিদ্যুতের কারণে বাড়িতে অগ্নিকাণ্ড থেকে শুরু করে ঘটেছে একের পর এক ঘটনা। গত বুধবার এমন একের পর এক ঘটনা ঘটে দুবরাজপুর ব্লকের বিভিন্ন এলাকায়।
বুধবারের কালবৈশাখীতে দুবরাজপুর ব্লকের যে সকল জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো লোবা, পদুমা, যশপুর, বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। এই সব এলাকার কোথাও বাড়ির টিনের চালা উড়ে যাওয়া থেকে শুরু করে খড়ের চালা উড়ে যাওয়া সহ শাকসবজির ক্ষয়ক্ষতি হতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: থুথু থেকে একমাসে রেলের উপার্জন প্রায় আট লক্ষ টাকা! কীভাবে সম্ভব এমনটা?
বড় ধরনের এমন ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ওই সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবার থেকেই নিজেদের কর্মসূচি শুরু করে তৃণমূল। তাদের তরফে ত্রিপল, শাড়ি এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এই সকল গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৈরাগীকোন্দা আদিবাসী পাড়ায় বাজ পড়ে যে বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বাড়িতেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা পৌঁছে ত্রিপল শাড়ি খাদ্য সামগ্রী ইত্যাদি তুলে দেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে বাড়িতে টিন লাগিয়ে দেওয়ার আশ্বাস দেন কাউন্সিলার বনমালী ঘোষ।