চৈত্র সংক্রান্তিতে কঙ্কালীতলায় কঙ্কালি মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়ে থাকে। বছরের পর বছর ধরে চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের পূজোর আয়োজন করা হচ্ছে। অনেকেই জানেন না কেন ঠিক এই দিনটিতেই কংকালী মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়? চৈত্র সংক্রান্তিতে কঙ্কালী মায়ের বাৎসরিক পুজোর আয়োজনের পিছনে যা জানা যাচ্ছে তা হল, কথিত আছে এই দিনটিতেই মায়ের খন্ড কঙ্কালীতলায় পড়েছিল। ৫১ খন্ডের শেষ খন্ড পড়েছিল কঙ্কালীতলায়। যে কারণেই কঙ্কালীতলা হল ৫১ সতী পীঠের শেষ সতীপিঠ।
মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে প্রতিবছর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে পর্যটকরা ও দর্শনার্থীরা কঙ্কালি মায়ের মন্দিরে ভিড় জমান। আয়োজন করা হয় মেলার। যে মেলায় গ্রাম্য বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা করতেও দেখা যায়।