পরিত্যক্ত খামার থেকে ৪ ড্রাম ভর্তি ১০০ টি বোমা উদ্ধার বীরভূমে

লাল্টু : কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রাম থেকে ৪ ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ। প্রায় ১০০ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মাটিতে গর্ত করে বোমাগুলি রাখা ছিলো। ইতিমধ্যে বোম্ব ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। বোম্ব ডিস্পোজাল টিম এলে বোমাগুলি ডিস্পোজাল করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন গদাই শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তার থেকে জানা যায় সাহাপুরের একটি পরিত্যক্ত খামারে বোমাগুলি রাখা আছে। খামারটি শেখ গফ্ফর নাম এক ব্যক্তির। কাঁকরতলা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে এত সংখ্যক বোমা উদ্ধার করে।

যদিও গফফরের দাবি, তার ছেলেরা বাড়িতে থাকেনা। শেখ গদাই বোমাগুলি রেখে গিয়েছিলো। পরশুদিন তাকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাকে জেরা করেই বোমার সন্ধান মিলেছে। এলাকায় শেখ গদাই দুষ্কৃতী বলেই পরিচিত।

প্রসঙ্গত, খয়রাশোল ব্লক বীরভূমের রাজনৈতিক সংঘর্ষের বদ্ধভূমি বলেই পরিচিত। অতীতে বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি তৃণমূল লড়াই অথবা অন্যান্য রাজনৈতিক কারনে উত্তপ্ত হয়েছে এলাকা। বোমা উদ্ধার হয়েছে বিভিন্ন এলাকা থেকে।