যুদ্ধ চলাকালীন মোদি গিয়েছিলেন কার্গিলে, ফাঁস হলো ছবি

নিজস্ব প্রতিবেদন : কার্গিল যুদ্ধে ভারতের জয় পার হলো দু দশক। আজকের দিনে কার্গিল থেকে পাক সেনাদের হতিয়ে ভারতীয় সেনারা জয় ছিনিয়ে নিয়েছিল, ভারতীয় সেনারা উড়িয়েছিল তেরঙ্গা। তবে এই জয় ছিনিয়ে নেওয়ার জন্য প্রাণ দিতে হয়েছিল ৫২৭ সেনাকে। দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৬ শে জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস হিসাবে।

Source

শহীদ জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা। পাশাপাশি ১৯৯৯ সালে যুদ্ধ চলাকালীন কার্গিলে যাওয়ার ছবি টুইটারে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Source

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে সেই সকল ছবি শেয়ার করে লিখেছেন, সে সময় দলের হয়ে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের কাজ করতাম। কার্গিল লড়াইয়ের সময় সেখানে যাবার সুযোগ হয়েছিল। সেই সফর এবং সেনাদের সাথে কথা বলার মুহূর্ত ভোলার নয়।

১৯৯৯ সালে আচমকা পাকিস্তানি সেনারা কার্গিল এবং দ্রাসের দুটি জায়গা দখল করে নেয়। দখলমুক্ত করতে পাল্টা অভিযান চালায় ভারতীয় সেনারা। শুরু হয় অপারেশন বিজয়। টানা ৬০ দিনের লড়াই শেষে অবশেষে ২৬ শে জুলাই কার্গিলের পাহাড় চূড়া থেকে পাক সেনাদের হটাতে সক্ষম হয় ভারতীয় সেনারা। পাহাড় চূড়ায় পুনরায় প্রতিষ্ঠিত হয় তেরঙ্গা। দিনটিকে স্মরণ করা হয় প্রতিবছর বিজয় দিবস হিসাবে।

Source

কার্গিল এবং দ্রাসের মত দুর্গম পাহাড়ি এলাকায় আগে থেকেই থাবা বসিয়েছিল পাক সেনারা। পাকসেনারা সুবিধাজনক অবস্থায় থাকায় যুদ্ধে জয়া না ভারতীয় সেনাদের পক্ষে প্রচন্ড কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যতোই দুর্গম হোক, জয় নিশ্চিত ছিল ভারতীয় সেনাদের মনোবলে। শেষমেষ একপ্রকার মনোবল এবং দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ভালোবাসায় ৫২৭ জন ভারতীয় সেনার আত্মাহুতি দিয়ে ভারতীয় সেনারা ছিনিয়ে নেয় জয়।