আর খেতে হবে না রেশনের পচা চাল! সরাসরি অ্যাকাউন্টে টাকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা ভারতের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ব্যবস্থার মধ্য দিয়েই দেশের ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। আগে কেবলমাত্র সীমিত সংখ্যক কিছু উপভোক্তাদের বিনামূল্যে চাল, গম ইত্যাদি দেওয়া হত। কিন্তু কোভিডকালের পর থেকে অন্যান্য ক্যাটাগরির উপভোক্তাদেরও বিনামূল্যে চাল, গম দেওয়া হয়।

তবে রেশনে পাওয়া চাল, গম নিয়ে বিভিন্ন সময় নানান ধরনের অভিযোগ তুলতে দেখা যায় উপভোক্তাদের। চাল, গমের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রশ্ন তুলতে দেখা যায় পরিমাণ নিয়েও। বহু গ্রাহক রয়েছেন যারা অভিযোগ করে থাকেন, যতটা পরিমাণ তাদের খাদ্য সামগ্রী পাওয়া দরকার তার থেকে কম পেয়ে থাকেন। এক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে মূলত রেশন ডিলারদের বিরুদ্ধে।

তবে এবার এই সমস্ত অভিযোগের অবসান ঘটতে চলেছে। কেননা এবার চাল, গমের পরিবর্তে রেশন উপভোক্তাদের প্রাপ্য চাল, গমের পরিমাণের সমান টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। সরাসরি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে অন্ত্যোদ্বয় অন্নযোজনা ক্যাটাগরিতে থাকা উপভোক্তাদের। এই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৭০ টাকা করে পাঠানো হবে।

যে সকল রেশন উপভোক্তারা দারিদ্রসীমার নিচে রয়েছেন তাদের পাঁচ কিলো করে চালের দাম হিসাবে ১৭০ টাকা দেওয়া হবে। সেই টাকা দিয়ে তারা তাদের প্রয়োজনমতো চাল দোকান থেকে কিনতে পারবেন। সরকারের তরফ থেকে ৩৪ টাকা কিলো হিসাবে দেওয়া হচ্ছে, এখন কোন উপভোক্তা যদি আরও উন্নতমানের চাল কিনতে চান তাহলে কিছু টাকা দিয়ে ভালো চাল কিনতে পারবেন।

তবে রেশন উপভোক্তাদের প্রাপ্য খাদ্য সামগ্রীর সমান টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবলমাত্র কর্ণাটকে। এই টাকা সেই অ্যাকাউন্টে পাঠানো হবে, যিনি পরিবারের প্রধান সদস্য এবং রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে ও আধার লিঙ্কের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক রয়েছে। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফ থেকে ইস্তেহারে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই রাজ্যের গ্রাহকরা প্রতি মাসে কেন্দ্র সরকারের তরফ থেকেও পাঁচ কেজি করে বিনামূল্যে চাল পাবেন।