Kasba Hotel Death: বীরভূমের যুবকের রহস্যমৃত্যু কলকাতায়! মৃতদেহ উদ্ধার কসবার হোটেলে

বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের ৩৩ বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে কসবা থানার অন্তর্গত একটি হোটেল থেকে বলেই জানা যাচ্ছে।

পরিবার সূত্রে যা জানা গিয়েছে তা হল, মৃত ওই যুবক আদর্শ লোশনকার কলকাতার পিডাব্লিউসি নামে একটি সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করতেন। কলকাতায় তিনি বেশ কয়েক বছর ধরে কর্মরত হলেও বিগত দেড় বছর ধরে এই সংস্থাতে কাজ করতেন। গতকাল তিনি মোটরবাইকে বেরিয়েছিলেন এবং তারপর আর কোন খোঁজ মিল ছিল না। এরই মধ্যে কসবা থানার পুলিশ ফোন করে ঘটনার বিষয়ে জানায়।

আরও পড়ুনঃ ‘দেখা হবে’! শুভেন্দুর হুঁশিয়ারির পাল্টা দিলেন কাজল, বললেন মোরব্বা, মন্ডা খাওয়াবো

আদর্শ লোশনকারের পড়াশুনা দুবরাজপুর শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠ থেকে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য কলকাতায় সে রওনা দিয়েছিল। আর তারপর সেখানেই কর্মরত হয়। এরই মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবে ভেঙ্গে পড়েছেন পরিবারের সদস্যরা।