বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের ৩৩ বছর বয়সী আদর্শ লোশনকারের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে কলকাতার কসবার একটি হোটেলে। পেশায় চার্টার্ড একাউন্টের এইভাবে হোটেলে মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন নয় তার টের পাওয়া গেল রবিবার।
কেননা ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত দুই পলাতককে গ্রেপ্তার করতে সক্ষম হল কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রেই জানা গিয়েছে ঠিক কি ঘটেছিল।
আরও পড়ুনঃ Kasba Hotel Death: বীরভূমের যুবকের রহস্যমৃত্যু কলকাতায়! মৃতদেহ উদ্ধার কসবার হোটেলে
এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন যুবক ধ্রুব মিত্র এবং তরুণী কামাল সাহা। ধ্রুব মিত্র নদীয়ার বাসিন্দা এবং কামাল সাহা উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা। একটি অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করা হয়েছিল এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ আদর্শ ওই হোটেলে যায়। যদিও গ্রেপ্তার হওয়া ওই যুবক ও তরুণী রাত আড়াইটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান।
পুলিশ সূত্রে যা জানা গিয়েছে তাতে আদর্শের সঙ্গে ওই দুই যুবক ও যুবতীর একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এবং তারপরেই তারা হোটেলে যান। হোটেলে যাওয়ার পর তাদের মধ্যে কোনরকম বচসা বাধলে দুজনের সঙ্গে হাতাহাতি হয় এবং তখনই আদর্শের মাথায় আঘাত লাগে ও তার মৃত্যু হয়। পরে পুলিশ নগ্ন ও পা বাধা অবস্থায় আদর্শের মৃতদেহ হোটেল থেকে উদ্ধার করে। যদিও ঠিক কি কারণে এমন বছর তা স্পষ্ট নয়।
অন্যদিকে এমন ঘটনার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না মৃত যুবক আদর্শের বাবা। তিনি বারবার দাবি করছেন, যে বিষয়টি সামনে আসছে তাতে এর পিছনে বড় কোন চক্র রয়েছে। সঠিক তদন্ত হলে সবকিছু সামনে আসবে।
