Katwa Ahmadpur Katwa new train: আরও সহজে যাওয়া যাবে কাটোয়া-আহমেদপুর, চালু হলো নতুন ট্রেন, দেখে নিন টাইমটেবিল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সস্তায় এবং স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার সুবিধা থাকার কারণে গোটা দেশজুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে রেল পরিষেবা। শুধু জনপ্রিয় নয়, পাশাপাশি ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। দেশের প্রতিটি মানুষই চান যাতে তাদের জায়গায় রেল পরিষেবা আরও উন্নত হয়, অনেক বেশি ট্রেন চলে।

Advertisements

দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি একই রকম দাবি ছিল আহমেদপুর কাটোয়া রুটে। দীর্ঘদিনের দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে এই রুটে একটি মেমু প্যাসেঞ্জার ট্রেন (Katwa Ahmadpur Katwa new train) চালু করা হলো। রবিবার থেকে নতুন এই ট্রেনটি বাণিজ্যিকভাবে কাটোয়া ও আহমেদপুরের মধ্যে যাত্রা শুরু করেছে।

Advertisements

কাটোয়া ও আহমেদপুরের মধ্যে নতুন এই ট্রেনটি প্রতিদিন যাতায়াত করবে বলেই জানানো হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে। নতুন এই ট্রেনটির সূচনার ফলে এখন অনেক সহজেই যাত্রীরা কাটোয়া এবং আহমেদপুরের মধ্যে যাতায়াত করতে পারবেন। এর ফলে দুই এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও অনেক সুবিধা পাবেন। নতুন এই ট্রেনটি চালু হওয়ার ফলে এখন কাটোয়া ও আহমেদপুরের মধ্যে দুটি ট্রেন যাতায়াত করবে।

Advertisements

আরও পড়ুন ? IRCTC New Rules: ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল, কনফার্ম হলেই কাটবে টাকা, এসে গেল নতুন পদ্ধতি

কাটোয়া ও আহমেদপুরের মধ্যে নতুন যে মেমু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেটি অর্থাৎ ০৩০৪৯ সকাল ১০:৫৫ মিনিটে কাটোয়া থেকে আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি আহমেদপুর পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। কাটোয়া ও আহমেদপুরের মধ্যে দুটি প্রান্তিক স্টেশন ছাড়াও মোট ১২টি স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেনটি। কাটোয়া ও আহমেদপুরের মধ্যে মোট ৫১ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩৫ মিনিট।

ফিরতি পথে ০৩০৫০ আহমেদপুর কাটোয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর এই ট্রেনটি কাটোয়া পৌঁছাবে দুপুর ২:২০ মিনিটে। মোট ৫১ কিলোমিটার রাস্তা যেতে সময় নেবে। ১ ঘন্টা ১৪ মিনিট। ফেরার পথেও ট্রেনটি কাটোয়া ও আহমেদপুর বাদে বাকি ১২টি স্টেশনে স্টপেজ দেবে।

Advertisements