নজরুল জয়ন্তী পালিত হল দুবরাজপুরে

লাল্টু: দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। সোমবার দুবরাজপুর পৌরসভার পাওয়ার হাউস মোড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়।

পাশাপাশি এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল দুবরাজপুর পৌরসভায়। চারটি বিভাগে মোট ১৬ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সনাতন পাল, কাউন্সিলর সাগর কুন্ডু, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌরসভার কর্মীরা।