বীরভূমে উদ্বোধন হল খেসতীর্থের

এবার গ্রামের মেয়েরাই তৈরি করবে শাড়ি, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি সহ বিভিন্ন তাঁতের জিনিসপত্র। গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য তাঁতের জিনিসপত্র তৈরিতে একটি খেসতীর্থের উদ্বোধন হয়ে গেল বীরভূমে। যে সরকারি প্রকল্পের জায়গাতেই নিজেদের কাজ করে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন গ্রামের মহিলারা। খাদি পর্ষদের উদ্যোগে এমন বন্দোবস্ত করা হয়েছে বীরভূমের লাভপুরের বাকুলে।

এই প্রকল্প ২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিলান্যাসের মধ্য দিয়ে শুরু হয়। তবে প্রকল্পের কাজ ২০১৯ সালে শেষ হয়ে গেলেও দীর্ঘ পাঁচ বছর ধরে তৈরি হওয়ার খেসতীর্থ পড়েছিল। অবশেষে চলতি বছর পহেলা বৈশাখের দিন এর উদ্বোধন হয় এবং এর পুরো দায়িত্ব তুলে দেওয়া হয় জামনা নৃত্য সংঘকে। জামনা নৃত্য সংঘ দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে।