সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। বুধবার সন্ধ্যাবেলায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারে। যে ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিশেহারা হয়ে পড়েছেন দোকানের মালিক।
এদিনের এমন দুঃসাহসিক ডাকাতি সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে, কীর্ণাহারের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় থাকা একটি সোনার দোকানে ছোট চারচাকা গাড়ি করে আসে সাত থেকে আটজনের একটি দুষ্কৃতি দল। সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমেই তারা দোকানে ঢুকে এবং তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেদার লুটপাট চালায়। এরপর তারা ওই সোনার দোকান থেকে সোনার অলংকার হাতিয়ে নিয়ে বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে ঘটনার খবর পেতে তড়িঘড়ি আসে পুলিশ। পুলিশ ওই সকল দুষ্কৃতিদের পিছন ধাওয়া করলেও তাদের কোন সন্ধান করতে পারেনি।
সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মানুষজন জড়ো হতে শুরু করেন। দিশেহারা ওই দোকানের মালিক বাপ্পা কর্মকার জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা। দোকানে ঢুকে হঠাৎ লুটপাট চালায় দুষ্কৃতীরা।
