IPL 2025: শুরুর পথে আইপিএল ২০২৫, কারা খেলবেন কেকেআরের হয়ে? অধিনায়ক কে হলেন?

IPL 2025: একের পর এক ক্রিকেট লিগ। কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা গেছে টিম ইন্ডিয়ার। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নিতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। আর এই আনন্দে আরো এক ক্রিকেট লিগ দেখার আগ্রহ দেখাচ্ছে ইন্ডিয়ার অনুরাগীরা। আর সেই ক্রিকেট লিগ হল আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আর এই আইপিএলে (IPL 2025) চলতি বছরে রয়েছে নতুন চমক। নতুন অধিনায়কত্বে খেলবে কেকেআর। খেলার সদস্য কারা কারা থাকছে?

বছর হিসেবে ২০২৫এ ১৮তম মরশুম হতে চলেছে আইপিএলের (IPL 2025)। সময় অনুযায়ী চলতি বছরে মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতের বিশেষ ক্রিকেট লিগ আইপিএল। যেখানে মোট ১০টি দলের খেলা অনুষ্ঠিত হয়। আর এই বছরে আইপিএলে ইডেন গার্ডেনের মাঠে কেকেআর প্রথম ম্যাচ খেলবে আরসিবি অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে। প্লেইং ইলেভেনে কারা কারা থাকছেন? নেতৃত্ব কে দেবেন?

খবর অনুযায়ী চলতি বছরে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্বে থাকছে নতুন মুখ। গত বছরের কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারের জায়গায় ২০২৫এর আইপিএলে অধিনায়কত্ব গ্রহণ করেছেন অজিঙ্কা রাহানে। তাঁর নেতৃত্বেই হবে চলতি বছরে আইপিএলে কেকেআরের খেলা। পাশাপাশি আইপিএল (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠানে শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারে শাহরুখের দল। যেখানে কেকেআর দলে দেখা যেতে পারে অধিনায়ক অঙ্কিজা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, হর্ষিত রানা, মনীশ পান্ডে, রমনদ্বীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভৈরব অরোরা এবং উইকেট রক্ষক কুইন্টন ডি কক।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, জাতীয় সড়কে জুড়বে কলকাতা, গোরক্ষপুর, শিলিগুড়ি

প্রসঙ্গত, ২০২৪এর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল কেকেআর। শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে শাহরুখের দল জিতেছিল আইপিএল ট্রফি। মোট ১৪টি ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। যার মধ্যে জয়লাভ করেছিল ৯টি ম্যাচে। পরাজিত হয়েছিল ৩টি ম্যাচে। অন্যদিকে বৃষ্টির কারণে ফলাফল ঘোষণা করা যায়নি ২টি ম্যাচের। সেই হিসেবে আইপিএলের পয়েন্ট টেবিলে ২০ পয়েন্ট করে শীর্ষস্থান দখল করেছিল কেকেআর টিম।

গত বছরে কেকেআরের ফাইনাল খেলা হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদের সাথে। যেখানে দুর্ধর্ষ ম্যাচ দেখা গিয়েছিল কেকেআর দলের খেলোয়াড়দের। আইপিএল শুরু হওয়া থেকে মোট ৩ বার ট্রফি জিতেছে কেকেআর। প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জিতেছিল। তারপর প্রায় ১০ বছর পর ২০২৪ সালে তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কেকেআর। তবে এবার চলতি বছরে নতুন অধিনায়কের নেতৃত্বে কেকেআর কেমন খেলা দেখায় সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।