দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিরাট ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ শুরু হল বুধবার। এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। দুবরাজপুর পৌরসভার ৩০টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। খেলা শুরু হয় মোটর বাইক রেলির মধ্য দিয়ে। যে রেলি দুবরাজপুরের ইসলামপুরের মেহেদী অনুষ্ঠান ভবন থেকে শুরু হয়ে দুবরাজপুর স্পোর্টস কমপ্লেক্স অর্থাৎ স্টেডিয়ামে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুন্ডু, সনাতন পাল, অর্জুন চৌধুরী সহ আরোও অনেকে।
এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে। যুব সমাজকে মাঠ মুখী করতে দুবরাজপুর পৌরসভার এই উদ্যোগ। ফাইনালে জয়ী ও বিজয়ী দলকে ট্রফি সহ নগদ অর্থ দেওয়া হবে। এছাড়াও খেলার নিয়ম অনুযায়ী সমস্ত পুরস্কার এই খেলায় থাকছে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে।
আরও পড়ুনঃ বিজেপি সাংসদদের টাকায় স্কুলের নতুন ভবন! আহ্লাদে আটখানা দুবরাজপুর
৭ জানুয়ারি বুধবার থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল খেলা আগামী ২৬ জানুয়ারি। এখন দেখার বিষয় কাদের ঝুলিতে যাবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি।
