Latest Whatsapp features: আর যা-খুশি মেসেজ করা যাবে না WhatsApp গ্রূপে! আসছে একেবারে নতুন ফিচার

WhatsApp brings a new feature: ফোনে হোয়াটসঅ্যাপ নেই এমন মানুষ আজকের দুনিয়ায় বেশ বিরল। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি যোগাযোগের দুনিয়ায় এক বিপ্লব এনেছে। মেটা দাবি করে যে তাদের এই মেসেজিং সিস্টেমটি এন্ড টু এন্ড এঙ্ক্রিপটেড। অর্থাৎ কোন মেসেজের প্রেরক কি পাঠাচ্ছেন টা এক মাত্র ওই মেসেজে প্রাপকই পড়তে পারবেন। যার কারণে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ মাঝে মাঝেই নিত্য নতুন আপডেট এনে থাকে অ্যাপটিতে। এবার সেই রকমই এক লেটেস্ট হোয়াটসঅ্যাপ ফিচার (Latest Whatsapp features) নিয়োগ করা হলো সংস্থার তরফ থেকে। আপডেটটি মূলত আনা হয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলির ক্ষেত্রে।

হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ নতুন আপডেটে জানিয়েছে এখন থেকে গ্রুপে মেসেজ করার পর সেই মেসেজের উপর গ্রুপ অ্যাডমিনের বিশেষভাবে  সামর্থ থাকবে। সেই মেসেজের উপর অ্যাডমিন নানা ধরনের প্রভাব ফেলতে পারবে। যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

মূল সংস্থা মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধা, গোপনীয়তা ও সম্মানজনক পরিস্থিতি বজায় রাখার জন্য এই নতুন অসাধারণ বৈশিষ্টটি নিয়ে এসেছে। সেই সাথে হোয়াটসঅ্যাপে নির্বিঘ্নতা বজায় রাখতেও এই বিশিষ্ট বিশেষভাবে সাহায্য করবে। এই বৈশিষ্টটি যে কোন গ্রুপের যে কোন মেসেজের জন্য প্রযোজ্য হবে। যার ফলে গ্রুপ চ্যাটে আরো বেশি সুরক্ষা প্রদান করা যাবে। এই লেটেস্ট হোয়াটসঅ্যাপ ফিচার (Latest Whatsapp features) ব্যবস্থাপনা পদ্ধতিকে আরো সুসংহত করে তুলবে।

এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচারসের (Latest Whatsapp features) দ্বারা গ্রুপের অ্যাডমিন যে কোন মেসেজকে পুনঃমূল্যায়ন করতে পারবে। গ্রুপে কেউ কোনো মেসেজ করার পরে তা নিয়ে বিচার করতে পারবে। যদি সেই মেসেজ অ্যাডমিন রাখতে চায় তাহলেই মেসেজটি গ্রুপে দেখা যজাবে, নচেৎ অ্যাডমিন ইচ্ছে করলে তা ডিলিট করে দিতে পারবে। আপডেট ভার্সন 2.23.16.18 তে বৈশিষ্টটি ব্যাবহার করা হচ্ছে। বর্তমানে এই বৈশিষ্টটি পরীক্ষামূলকভাবে কেবল মাত্র কিছু নির্দিষ্ট গ্রুপে ব্যবহারভচ্ছে। পরবর্তীতে তা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সেটিংসে এই লেটেস্ট হোয়াটসঅ্যাপ ফিচারটি (Latest whatsapp features) উপলুদ্ধ হয়েছে। গ্রুপে যুক্ত অন্যান্য সদস্যরা তাদের পাঠানো মেসেজগুলোকে সম্মতি জানালে মেসেজ গুলি গ্রুপে রিপোর্ট হবে। যদি অ্যাডমিনের মনে হয়ে তাহলে সে মেসেজটি ডিলিট কিংবা যথাযথ অ্যাকশন নিতে পারবে। নিরাপদ অবস্থা বজায় রাখতে কোন সদস্যকে গ্রুপ থেকে সরিয়ে ফেলার বৈশিষ্ট্যটিও আছে।