PM Vishwakarma Scheme: নামমাত্র সুদে ৩ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র, রয়েছে আরও বাড়তি সুবিধা, পাবেন ইনারা

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে দেশের সাধারণ নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয় সময়ের পরিপ্রেক্ষিতে। এই সকল প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ নাগরিকদের স্বনির্ভর হওয়ার জন্য কখনো নগদ টাকা আবার কখনো অন্যভাবে সাহায্য করা হয়ে থাকে। ঠিক সেই রকমই একটি প্রকল্পের মধ্য দিয়ে দেশের মানুষদের স্বনির্ভর করার জন্য নামমাত্র সুদের ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে। এছাড়াও আরও বাড়তি সুবিধাও দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।

কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি চালু করা ওই প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Scheme)। যে প্রকল্পের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ দিয়েছিলেন স্বাধীনতা দিবসে এবং সেই অনুযায়ী গত বছর বিশ্বকর্মা পুজোর দিন এই প্রকল্প চালু করা হয়। প্রকল্প চালু করার সঙ্গে সঙ্গেই এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্র সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যারা প্রথাগতভাবে শিল্পের কাজ করে চলেছেন তাদের কর্মপদ্ধতি, জীবনযাপনের মানোন্নয়ন, কাজের আধুনিকীকরণ এবং সর্বোপরি তাদের কাজকে স্বীকৃতি দেওয়া। আর এই সকল সমস্ত দিকের উন্নয়ন করার জন্য যা দরকার তা হল উপযুক্ত প্রশিক্ষণ এবং উপযুক্ত বিনিয়োগ। এই প্রকল্পের মধ্য দিয়ে এই দুই বিষয়ই পাবেন আবেদনকারীরা। যে সকল ইচ্ছুক ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের https://pmvishwakarma.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন 👉 Gold Price Hiked Reason: কেন হু হু করে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম! পিছনে চীনের কলকাঠি!

কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় মাত্র ৭ শতাংশ সুদে দুটি পর্যায়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই ঋণ পরিশোধ করার জন্য প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা হাতে পাঁচ বছর সময় পাবেন। এছাড়াও উপযুক্ত প্রশিক্ষণের জন্য এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করা ব্যক্তিরা এককালীন ১৫০০০ টাকা পাবেন। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ নেওয়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে একটি শংসাপত্র দেওয়া হয়। যেটি ওই আবেদনকারীর ভবিষ্যতের জন্য অমূল্য সম্পদ হতে পারে।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই যে প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় দেশের সেই সকল নাগরিকরা আবেদন করতে পারবেন এবং সরকারি সব সুবিধা নিতে পারবেন যারা চর্মকার, দর্জি, মালাকার, রাজমিস্ত্রি, কামার, কুম্ভকার, স্বর্ণ শিল্পী, মৃৎশিল্পী ইত্যাদি ১৮ ধরনের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এই সকল পেশায় যুক্ত থাকা ব্যক্তিরা যেমন তাদের কাজের পদ্ধতির মানোন্নয়ন, জীবনযাপনের মানোন্নয়ন করার সুযোগ পাবেন এই প্রকল্পের মধ্য দিয়ে, ঠিক সেই রকমই তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্র সরকারের এই প্রকল্প যথাযথ ভূমিকা পালন করবে।