পাঠান বিরোধীদের মুখে ঝামা, বিদেশে বুকিং শুরু হতেই KGF 2-কে শুইয়ে দিল

আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি পাঠান (Pathan)। এই ছবির নায়ক নায়িকা হলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ছবি মুক্তির আগেই বিদেশে অনেক টাকার ব্যবসা করল এই ছবি। কোন কোন জায়গা থেকে কত টাকা ব্যবসা করেছে এই ছবি?

আর মাত্র ৯ দিন পরেই পাঠান (Pathan) ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। চারিদিকে চলছে অগ্রিম বুকিং। ছবি না মুক্তি পেতেই বিদেশে হাজার হাজার টিকিট বিক্রি হচ্ছে এবং হাজার হাজার টাকা ইনকাম করছে এই ছবি। আমেরিকায় ২২ হাজার ৫০০ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এবং ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ব্যবসা করেছে এই ছবি।

শুধু তাই নয়, দুবাই থেকে অস্ট্রেলিয়া সব জায়গাতেই জোর কদমে পাঠান ছবির অগ্রিম টিকিট বুকিং হচ্ছে। এখনো সব জায়গায় এই ছবির টিকিট অগ্রিম বুকিং করা যাচ্ছে না। যে কটা জায়গায় এই ছবির অগ্রিম টিকিট বুকিং করা হচ্ছে সেই সব জায়গাতেই মোটামুটি রেকর্ড করছে পাঠান (Pathan)। এমনকি, বুকিং এর ক্ষেত্রে কেজিএফ ২কেও টেক্কা দিয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি।

পাঠান (Pathan) ছবিটি UAE তে ৬৫ হাজার মার্কিন ডলারের ব্যবসা করেছে। অস্ট্রেলিয়াতে ৭৫ হাজার ডলারের ব্যবসা করেছে এই ছবি। এখানে ৩০০০ অগ্রিম টিকিট বুকিং হয়েছে। এছাড়াও জার্মানিতে প্রথম সপ্তাহেই ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। এখানে পাঠান ছবিটি ১ লাখ ৫০ হাজার ইউরো আয় করেছে। অগ্রিম বুকিং এই যখন এতটা দারুন ব্যবসা হচ্ছে, তাহলে আশা রাখা যায়, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আরো ইনকাম হবে।

এই ছবিটি নিয়ে অনেক চর্চাও হয়েছিল এবং তার সাথে সাথে এই ছবিটি নিয়ে অনেক বিতর্কে সৃষ্টি হয়েছিল। এই ছবিটির একটি গান, ‘বেশরম’ এ দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে অনেকেই আঙ্গুল তুলেছিলেন। শুধু তাই নয়, রাজনৈতিক মহল পর্যন্ত বিতর্ক নিয়ে যাওয়া হয়। যদিও চার বছর পরে আবার বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। সুতরাং তার ভক্তদের তাকে নিয়ে যেই ক্রেজ, সেই কারণে কোনো বিতর্কই আর ধোপে টেকেনি।