নিজস্ব প্রতিবেদন : রাজ্যের কোষাগারের অবস্থা কেমন তা নিয়ে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) কথা বলতে শোনা যায়। রাজ্যের কোষাগারের অবস্থা ‘ভাঁড়ে মা ভবানী’র পরেও রাজ্যের বাসিন্দাদের বিভিন্ন প্রকল্পে সাহায্য করা হয়ে থাকে। একাধিকবার এমনই দাবি তুলতে দেখা যায় রাজ্যের শাসকদলের নেতানেত্রীদের। ঠিক এমন অবস্থাতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মচারীদের ৪% DA বৃদ্ধি করার ঘোষণা করেন।
DA আদায় নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন। কেন্দ্র সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ DA পান, আর সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন ৬% DA পাবেন এই প্রশ্ন বারবার শুনতে দেখা যায় তাদের। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন, এর পাশাপাশি উত্তরপ্রদেশ সহ ছয়টি রাজ্যের সরকারি কর্মচারীরাও ৪৬ শতাংশ ডিএ পান। অন্যান্য রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন অথচ বাংলার কর্মচারীরা পাচ্ছেন না এনিয়েই কর্মীদের মধ্যে ক্ষোভ চরমে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণার পর এবার তারা মোট ১০ শতাংশ ডিএ পাবেন। তবে এরপরেও কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সহ ছয়টি রাজ্যের সরকারি কর্মচারীদের থেকে ৩৬ শতাংশ DA কম পাচ্ছেন কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে নামমাত্র ডিএ বৃদ্ধি কোনভাবেই তারা মেনে নিতে চাইছেন না। বরং এবার তাদের আন্দোলন আগের থেকে অনেক জোরালো হতে শুরু করেছে।
আরও পড়ুন ? মমতার ৪% DA বৃদ্ধি! এবার কত বেশি বেতন পাবেন স্কুল শিক্ষকরা! দেখুন পুরো হিসেব-নিকেশ
চার শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মচারীরা এখন কত টাকা বেশি পাবেন তা নিয়ে যখন চারদিকে হিসাব নিকাশ শুরু হয়েছে, সেই সময় আরও একটি প্রশ্ন যাচ্ছে রাজ্যের মানুষদের মধ্যে। সেই প্রশ্নটি হল, চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগার থেকে এবার বাড়তি কত টাকা খসবে? কেননা প্রতিমাসেই রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক বেতনের উপর ঘোষিত DA দিতে হবে।
এই মুহূর্তে রাজ্যে প্রায় সাড়ে ১৪ লক্ষ সরকারি, আধা সরকারি কর্মী, শিক্ষক-শিক্ষিকা এবং পেনশনভোগী রয়েছেন। ৬ শতাংশ হারে DA দেওয়ার সময় রাজ্য সরকারের বছরে ৪১৩৩ কোটি টাকা খরচ হতো। এখন আরও ৪ শতাংশ DA ঘোষণার ফলে আরও ২৭৫৫ কোটি টাকা বাড়তি খরচ হতে চলেছে। সব মিলিয়ে অর্থাৎ ১০ শতাংশ ডিএ দেওয়া হলে এবার রাজ্যের ব্যয় হবে ৬৮৮৮ কোটি টাকা।