PM Jan Aushadhi Kendra Apply: মোটা টাকা রোজগারের সুযোগ, দেখে নিন প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : হাতে হাতে চাকরির দিন এখন শেষ হয়ে গিয়েছে। বর্তমানে এখন প্রতিযোগিতা এমনভাবে বেড়েছে যে চাকরি পাওয়াটাই বিশাল ব্যাপার। যে কারণে দেশের বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন ব্যবসায় মন দিচ্ছেন। এবার সেই সকল মানুষদের হাতে মোটা টাকা রোজগারের সুযোগ করে দিচ্ছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (PM Jan Aushadhi Kendra Apply)।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে দেশের সাধারণ মানুষদের অন্যান্য ওষুধের দোকানের তুলনায় অনেক সস্তায় ওষুধ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে ১০০০০ জন ঔষধি কেন্দ্র তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। যে উদ্যোগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষেরাও এই ধরনের ওষুধ বিক্রির দোকান খুলতে পারেন। এক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক জন ঔষধি কেন্দ্র খোলার জন্য কিভাবে আবেদন (PM Jan Aushadhi Kendra Apply) করতে হবে?

তিন ধরনের মানুষেরা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন জানাতে পারেন। সাধারণ শ্রেণীর মানুষদের পাশাপাশি ফার্মাসিস্ট এবং ডাক্তারদের পাশাপাশি ট্রাস্ট, এনজিও, বেসরকারি হাসপাতাল, রাজ্য সরকার মনোনীত সংস্থাগুলিও আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য https://janaushadhi.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

এই ওয়েবসাইটের মধ্যে Apply for Kendra অপশনে ক্লিক করতে হবে, তারপর আবার Click Here to Apply নামে আরও একটি অপশন পাওয়া যাবে। যেখানে ক্লিক করলে নতুন যে পেজটি খুলবে সেখানে Register Now নামে একটি অপশন খুঁজে পাওয়া যাবে। যেখানে ক্লিক করার পরই শুরু হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। সেখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ইত্যাদি দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার ইমেইল আইডিতে একটি কনফারমেশন ইমেইল আসবে।

আরও পড়ুন 👉 Ration and Medicine: আরও সহজে, আরও সস্তায় মিলবে ওষুধ, রেশন দোকান নিয়ে নয়া পদক্ষেপ কেন্দ্রের

এরপর আবেদনকারীকে পুনরায় ওই ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে এবং সেখানে আবেদন ফি হিসাবে অনলাইন ট্রান্সফার করে পাঁচ হাজার টাকা জমা করতে হবে। ৫০০০ টাকা জমা করার পর পরবর্তী পর্যায়গুলি সঠিকভাবে পূরণ করতে হবে। তবে যারা আবেদন করছেন তাদের আবশ্যিকভাবে থাকতে হবে ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রি। আবেদন করার সময় সেই ডিগ্রির প্রতিলিপি জমা দিতে হবে প্রমাণ স্বরূপ।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করা যেতে পারে। কেননা এই ধরনের কেন্দ্র থেকে ওষুধ বিক্রির ওপর ২০% কমিশন দেওয়া হয়ে থাকে। এই কমিশন ছাড়াও আবার প্রতি মাসে কত টাকার ওষুধ বিক্রি হচ্ছে তার উপরেও কমিশন দেওয়া হয়। এক্ষেত্রেও ১৫% কমিশন রয়েছে। সুতরাং একবার প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার লাইসেন্স পেলে রোজগার নিয়ে চিন্তা করতে হবে না।