Ration and Medicine: আরও সহজে, আরও সস্তায় মিলবে ওষুধ, রেশন দোকান নিয়ে নয়া পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ওষুধ এমন একটি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে যা ছাড়া চলে না। বাড়িতে বাড়িতে প্রতিদিনই কোন না কোন রোগের উপশম হয়ে দাঁড়ায় ওষুধ। এমন পরিস্থিতিতে যাতে দেশের মানুষদের কাছে আরও সহজে এবং আরও সস্তায় ওষুধ পৌঁছে দেওয়া যায় তার জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হতে চলেছে। এই পদক্ষেপের জন্য এবার রেশন দোকানগুলিকে (Ration and Medicine) বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

বর্তমানে দেশের প্রায় প্রত্যেক কোনাতেই রয়েছে রেশন দোকান (Ration Shop)। যে সকল রেশন দোকান থেকে উপভোক্তাদের বিনামূল্যে অথবা ভর্তুকিতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই সকল রেশন দোকান থেকেই এবার সস্তায় ওষুধ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে রেশন দোকানগুলিকে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে (Jan Aushadhi Kendra) পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বর্তমানে সারাদেশে প্রায়ই নয় হাজারের বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র রয়েছে। এই সকল জন ঔষধি কেন্দ্র থেকে অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই সস্তায় পাওয়া যায় ওষুধ। যে কারণে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন চাহিদা মেটানোর জন্যই এবার রেশন দোকানগুলিকে জন ঔষধি কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্র সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এক দিকে যেমন রেশন দোকানেগুলির মাধ্যমে সস্তায় ওষুধ দিয়ে সাধারণ মানুষদের চাহিদা মেটানো সম্ভব হবে, ঠিক সেইরকমই আবার রেশন ডিলারদের রোজগার বৃদ্ধি পাবে। এমনকি রেশন ডিলারদের জন্য ঔষধি কেন্দ্র চালু করার জন্য স্বল্প সুদে ঋণ দেবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে রেশন ডিলারদের বিনিয়োগ নিয়ে খুব একটা চাপের মুখোমুখি হতে হবে না।

আরও পড়ুন 👉 Ration Extra Food: মার্চ-এপ্রিলে বদলে গেল রেশনে খাদ্য সামগ্রী তালিকা, এবার মিলবে বাড়তি সুবিধা

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মূলত সেই সকল রেশন দোকানকে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে পরিণত করা হবে যে সকল জায়গায় আশেপাশে কোন ওষুধের দোকান নেই এবং রেশন দোকান রয়েছে। কেননা ঐ সকল রেশন দোকানে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সবচেয়ে বেশি আনাগোনা থাকে। এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন সস্তায় ওষুধ পাওয়া যাবে ঠিক সেই রকমই আবার ওষুধের জন্য দূরে ছুটে যেতে হবে না। আবার রেশন ডিলাররাও আরও বেশি লাভের মুখ দেখতে পাবেন।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলিতে ১৮০০ রকমের ওষুধ পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় প্রায় ৩০০ রকমের মেডিকেল সামগ্রী। আর পাঁচটা দোকানের তুলনায় এই সকল কেন্দ্রগুলিতে ৫০ থেকে ৬০ শতাংশ কমে ওষুধ কিনতে পারেন ক্রেতারা। যে সকল রেশন ডিলাররা কেন্দ্র সরকারের এই উদ্যোগে আগ্রহী তাদের অন্ততপক্ষে ১২০ বর্গফুটের জায়গা থাকতে হবে। রেশন ডিলারদের বড় অংশ কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।