Ration Extra Food: মার্চ-এপ্রিলে বদলে গেল রেশনে খাদ্য সামগ্রী তালিকা, এবার মিলবে বাড়তি সুবিধা

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা হল যে কোন নাগরিকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। কেননা রেশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা অনেক সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। আবার বর্তমানে এই রেশন ব্যবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে কারণে রেশন ব্যবস্থায় সামান্য কোন পরিবর্তন আনলেই তা দেশ তথা রাজ্যের কোটি কোটি গ্রাহকদের উপর প্রভাব ফেলে।

এমন একটি গুরুত্বপূর্ণ পরিসেবায় মার্চ ও এপ্রিল মাসের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে খাদ্য সামগ্রীতে বদল আনা হয়েছে। মূলত রমজান মাসের কথা মাথায় রেখে এই বদল আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন আরও বাড়তি সুবিধা পাবেন উপভোক্তারা। কেননা তাদের সরকারের তরফ থেকে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়া হবে। যদিও এই সুবিধা সমস্ত উপভোক্তারা পাবেন না বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে রমজান মাস উপলক্ষে বাড়তি যে প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছে তা মিলবে ১১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। এই বিশেষ প্যাকেজের নাম দেওয়া হয়েছে রমজান বিশেষ প্যাকেজ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, অন্ত্যোদয় অন্নযোজনার এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের জন্য রাজ্য সরকার নতুন এই প্যাকেজ ঘোষণা করেছে।

আরও পড়ুন 👉 Ration System Rules Change: কমেও না, বেশিতেও না! রেশন ব্যবস্থায় এলো এমন বদল, জব্দ হবেন ডিলাররা

নতুন এই প্যাকেজের পরিপ্রেক্ষিতে পরিবার কিছু ৩২ টাকা কিলো দরে এক কেজি চিনি পাওয়া যাবে। ভর্তুকিযুক্ত চিনি দেওয়ার পাশাপাশি ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে এবং এক কেজি ছোলার জন্য উপভোক্তাদের খরচ করতে হবে ৬২ টাকা। প্রতি পরিবারকে এক কেজি করে ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে। এছাড়াও ভর্তুকিতে দেওয়া হবে ময়দা। প্রতি পরিবারকে ২৬ টাকা কিলো দরে এক কেজি করে ময়দা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রমজান মাস উপলক্ষে উপভোক্তাদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট করে দেওয়া উপভোক্তারা এই বিশেষ প্যাকেজের সুবিধা পাবেন। নতুন এই প্যাকেজের সুবিধা পাওয়ার জন্য আলাদা করে উপভোক্তাদের কিছু করতে হবে না। তারা তাদের রেশন কার্ডের ভিত্তিতেই সুবিধা পাবেন।