Salary of Chief Justice Kolkata High Court: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন কত! আর কি কি সুবিধা পেয়ে থাকেন

নিজস্ব প্রতিবেদন : সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, জেলায় জেলায় থাকা আদালত, মহকুমায় থাকা প্রত্যেক আদালতে বিচারপতি নিযুক্ত থাকেন বিচার ব্যবস্থা চালানোর জন্য। এই সকল প্রত্যেক বিচারপতিদের মোটা অংকের বেতন যাওয়ার পাশাপাশি সরকারিভাবে সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়ে থাকে। তবে অন্য আর পাঁচটা বিচারপতিদের তুলনায় হাইকোর্টের প্রধান বিচারপতিরা একটু বেশি বেতন ও সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে প্রশ্ন হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কত টাকা বেতন (Salary of Chief Justice Kolkata High Court) পেয়ে থাকেন?

কলকাতা হাইকোর্টের ৩৩ তম প্রধান বিচারপতি হিসাবে ২০২৩ সালের ১১ মে শপথ নিয়েছিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। কলকাতা হাইকোর্টের এই বিচারপতিকে রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে এজলাসে বসে একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিতে দেখা গিয়েছে। এমনকি তিনি অন্যায়ের সঙ্গে আপস না করার জন্য আইনজীবীদেরও হুঁশিয়ারি দিতে ছাড়েননি। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতির বেতন থেকেই আমরা জানতে পারি একজন প্রধান বিচারপতি কত টাকা বেতন পেয়ে থাকেন তা সম্পর্কে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন কত তা সম্পর্কে জেনে নেওয়ার আগে বর্তমান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সম্পর্কে দু-চার কথা না বললেই নয়। তিনি ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর চেন্নাইয়ে। বর্তমানে বিচারপতির বয়স ৬০ বছর পার করলেও তার বৈবাহিক জীবন অথবা তার স্ত্রী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। বিচারপতির বাবার নাম ডাঃ টিএস সুব্বিয়া এবং মায়ের নাম নলিনী সুব্বিয়া।

আরও পড়ুন 👉 Mid Day Meal Menu: ডাল-ভাত অতীত! নববর্ষে মিড ডে মিলের মেনুতে বদল! রাখতে হবে এই সকল সুস্বাদু খাবার

উইকিপিডিয়া এবং অন্যান্য বিভিন্ন তথ্য সংক্রান্ত ওয়েবসাইট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্পর্কে যা জানা যায় তাকে তিনি ১৯৮৬ সাল থেকে বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৯ সালে তিনি মাদ্রাজ হাইকোর্টের এডিশনাল বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার পর ২০২৩ সালে প্রধান বিচারপতির দায়িত্ব পান।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কত বেতন পেয়ে থাকেন তা সম্পর্কে তথ্য সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। বিপুল পরিমাণ এই বেতনের পাশাপাশি সরকারি ভাবে গাড়ি থেকে শুরু করে বাংলো, নিরাপত্তা সহ একজন বিচারপতিকে নির্ভীক থাকতে যা যা প্রয়োজন সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।