PNG Connection Cost: সিলিন্ডার অতীত, এবার ২০০০০ পাইপ লাইন গ্যাসের কানেকশন দেবে সরকার, জানুন পড়বে কত খরচ

নিজস্ব প্রতিবেদন : ভারী সিলিন্ডারে করে রান্নার গ্যাস (LPG) সরবরাহের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পাইপ লাইনের (PNG) মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সরকার। আনুষ্ঠানিকভাবে সেইল কোঅপারেটিভ কলোনির এক বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে।

রাজ্যের প্রথম কোন জায়গা হিসাবে দুর্গাপুরেই এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথ ধীরে ধীরে এগোচ্ছে। জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য পাইপ পাতা হয়েছে গেইল সংস্থার তরফ থেকে। দুর্গাপুরের গোপালপুর, কনিষ্ক এলাকায় অন্ততপক্ষে ১৫০০ কানেকশন দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। অনেকেই মুখিয়ে রয়েছেন পাইপ লাইনের মাধ্যমে গ্যাস কানেকশন নেওয়ার জন্য। এখন প্রশ্ন হল এই ধরনের গ্যাস কানেকশন নেওয়ার জন্য খরচ (PNG Connection Cost) কত পড়বে?

পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন দেওয়ার পাশাপাশি প্রত্যেক বাড়িতে থাকবে একটি করে মিটার। যে মিটারে জানা যাবে গ্রাহক কত টাকার গ্যাস খরচ করেছেন। সেই গ্যাস খরচের উপর নির্ভর করেই বিল আসবে। বিল আসতে পারে প্রতি দু’মাস অন্তর অন্তর। দুর্গাপুর এলাকায় কেন্দ্র সরকারের পরিকল্পনা রয়েছে ২০ হাজার কানেকশন দেওয়ার। ২০২৫ সালের মধ্যেই সরকারের তরফ থেকে এই টার্গেট পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন 👉 Pipeline LPG WB: সিলিন্ডার অতীত, এবার বাংলায় চালু হয়ে গেল পাইপে মাধ্যমে গ্যাস সরবরাহ, আপনি কবে পাবেন

পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য প্রথমে গ্রাহকদের ৭১১৮ টাকা জমা করতে হবে। তবে এই টাকার মধ্যে ৭০০০ টাকা ফেরত যোগ্য। হিসেব অনুযায়ী মাত্র ১১৮ টাকাতেই পাওয়া যাবে পিএনজি গ্যাস কানেকশন। এছাড়াও এই গ্যাস কানেকশনের ক্ষেত্রে আরও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল, সিলিন্ডার ভর্তি রান্নার গ্যাসের তুলনায় কি পিএনজি কানেকশনের ক্ষেত্রে খরচ কম?

এলপিজির তুলনায় পিএনজির খরচ কম করে ১৫ শতাংশ কম। শুধু খরচ কম নয়, এর পাশাপাশি এলপিজির তুলনায় তা অনেক নিরাপদ। কোথাও কোনোরকম লিক হলে পিএনজি খুব তাড়াতাড়ি বাতাসের সঙ্গে মিশে যায়। এর ফলে দুর্ঘটনার মত পরিস্থিতি খুব কম তৈরি হয়। এছাড়াও পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন নেওয়া হলে আপনাকে আপনার গ্যাস খরচ অনুযায়ী পরে টাকা দিতে হবে। সে ক্ষেত্রেও রয়েছে সুবিধা।