বাংলায় চলে দুটি শব্দভেদি ট্রেন, তবে হাওড়া থেকে নয়, অনেকেই জানেন না

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল হল ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। ভারতীয় নাগরিকরা ট্রেনের উপর নির্ভর করে সবচেয়ে বেশি যাতায়াত করে থাকেন বলেই এমনটা বলা হয়। বর্তমানে ভারতীয় রেলের কাছে সবচেয়ে চর্চিত ট্রেন হিসেবে জায়গা করে নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এবং বুলেট ট্রেন।

প্রিমিয়াম এই দুটি ট্রেন ছাড়াও আরও অনেক প্রিমিয়াম ট্রেন রয়েছে যেগুলিতে চরে ভ্রমণ করা যাত্রীদের কাছে স্বপ্নের মতই। যেমন শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস ইত্যাদি। অনেক ট্রেন রয়েছে যেগুলির নামকরণ করা হয়ে থাকে তাদের গতির দিকে তাকিয়ে। যেমন তুফান এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস ইত্যাদি। সেই রকমই গতির দিকে তাকিয়ে ট্রেন রয়েছে শব্দভেদী এক্সপ্রেস।

শব্দভেদী এক্সপ্রেস পশ্চিমবঙ্গ থেকে দুটি রুটে যাতায়াত করে থাকে। কিন্তু অনেকেই এই দুটি ট্রেন সম্পর্কে জানেন না। আবার এই দুটি ট্রেন শিয়ালদা অথবা হাওড়া থেকে ছাড়ে না। এই দুটি ট্রেন ছাড়ে কলকাতা স্টেশন থেকে। দুটি ট্রেনের মধ্যে একটির গন্তব্য হলো গাজিয়াপুর সিটি এবং অন্যটির গন্তব্য হলো বারণসী।

কলকাতা থেকে গাজিয়াপুর সিটি যে শব্দভেদী ট্রেনটি চলে সেটি প্রতি রবিবার রাত ৮:০৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটি গাজিয়াপুর সিটি পৌঁছায় পর দিন সকাল ১০:১৫ মিনিটে। এই ট্রেনটিতে AC 2 টায়ার, AC 3 টায়ার, স্লিপার, সেকেন্ড সিটিং কোচ রয়েছে। ট্রেনটির চাহিদা এতটাই যে আগামী এক মাসের টিকিট এখন থেকেই বুকিং রয়েছে।

কলকাতা বারাণসী শব্দভেদী এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০ঃ৪৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি গন্তব্যে পৌঁছায় পরদিন সকাল ১০ টায়। যাত্রীরা দাবি করে থাকেন এই দুটি ট্রেনের পরিষেবা এবং নিরাপত্তা খুবই উন্নতমানের।