ইডির দ্বিতীয় হাজির এড়ানো সায়নীর পড়াশুনা কতদূর! জানলেও আপনিও অবাক হয়ে যাবেন

নিজস্ব প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে এখন চর্চায় অন্যতম রাজনৈতিক সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এই সায়নী ঘোষ একসময় বাম মনষ্কা একজন অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনি অভিনয়ের থেকে সবচেয়ে বেশি চর্চায় এসেছিলেন বিতর্কিত একটি পোস্ট করে। যে পোস্টটি ছিল শিবলিঙ্গের উপর কনডম পড়ানোর ছবি। যে ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে সায়নী সেই বিষয়টিকে এক প্রকার অস্বিকারই করেছিলেন।

পরবর্তীতে বাম মনস্কা এই অভিনেত্রী সরাসরি রাজনীতির আঙ্গিনায় পা রাখেন মূলত রাজ্যের শাসক দল তৃণমূলের হাত ধরে। সরাসরি রাজনীতিতে পা রাখার পরই তাকে শাসক দলের তরফ থেকে টিকিট দেওয়া হয় বিধানসভা নির্বাচনে। তবে সেই নির্বাচনে আরেক অভিনেত্রী অগ্নিমিত্রা পলের কাছে তাকে হার স্বীকার করতে হয়। অন্যদিকে পরাজয়ের পর শাসকদলের তরফ থেকে আবার সায়নীকে দলের এক বিরাট পদে বসানো হয়।

সম্প্রতি নতুন করে সায়নী ঘোষ চর্চায় এসেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তলবের পর। প্রথমবার ইডির তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেও দ্বিতীয় তলব এড়িয়ে তিনি চলে যান ভোট প্রচারে। তার এই দ্বিতীয় তলব এড়ানো একের পর এক প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠছে, নিজের বুদ্ধিতেই তিনি এমনটা করেছেন, নাকি দলীয় পরামর্শে এমন পদক্ষেপ নিলেন? যদিও সে সকল প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এই সকল ঘটনার মধ্যেই সায়নী ঘোষের সম্পত্তি এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বহু মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল।

সায়নী ঘোষের সম্পত্তির খতিয়ান সম্পর্কে ছোট্ট করে বলা যেতে পারে, তার পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় গচ্ছিত ছিল ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা। জীবনবীমা ক্ষেত্রে তিনি বিনিয়োগ করেছেন মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা। তার কাছে যে একটি হোন্ডা জ্যাজ গাড়ি রয়েছে, যেটি তিনি কিনেছিলেন ২০১৭ সালে। এই গাড়িটির সেই সময় দাম পড়েছিল ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা। সায়নীর কাছে রয়েছে চার গ্রাম সোনার অলংকার। যার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকার কাছাকাছি। সায়নীর নামে কোনরকম জমিজমা অথবা বাড়ি ঘর নেই। যাদবপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে। ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি সায়নী ২০১৫ সালে কিনেছিলেন ২৪ লক্ষ ১ হাজার টাকায়। বর্তমানে এর বাজার মূল্য ৩৪ লক্ষ টাকার বেশি। বাড়ি গাড়ি সব মিলিয়ে তার ঋণের পরিমাণ ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সা। ব্যাঙ্ক ছাড়াও অন্য ক্ষেত্রে তার ঋণ রয়েছে এবং সব মিলিয়ে ঋণের পরিমাণ ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে সায়নী ঘোষের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা জানা যায় তা শুনে অনেকেই অবাক হয়ে যান। তিনি ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় যা উল্লেখ করেছেন তাতে তিনি দ্বাদশ শ্রেণী পাস বলেই জানিয়েছেন। তিনি দ্বাদশ শ্রেণী পাস করেছেন যাদবপুরের হীরেন্দ্র লীলা পাত্রনাভিস স্কুল থেকে। এটি একটি CISCE বোর্ড স্বীকৃত স্কুল। এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আর কোন কিছু তাকে উল্লেখ করতে দেখা যায়নি।