SSC Counselling: স্কুল সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কাউন্সেলিং-এর দিন ঘোষণা করলো SSC

SSC Counselling: ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক পদে শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষার পর দীর্ঘ কয়েক বছর হয়নি কোনো নিয়োগ প্রক্রিয়া। তবে দীর্ঘ ৮ বছর পর শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। চলছে দফায় দফায় কাউন্সেলিং। এই পরিস্থিতিতেই চতুর্থ দফার কাউন্সেলিংয়ের নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। জানানো হলো কাউন্সিলিংয়ের তারিখ। কবে থেকে শুরু হবে চতুর্থ দফার কাউন্সেলিং? কবে থেকে তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন?

উল্লেখ্য বিষয় ৮ বছর পর ২০২৪এর দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। যা চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলেছে। এই তিন দফার মোট ১২,০৬৮ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। যাদের মধ্যে প্রায় অনুপস্থিত ছিলেন ২৫ শতাংশ প্রার্থী। আর এই অবস্থাতেই চতুর্থ দফার কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: Higher Secondary Examination 2025: উচ্চ মাধ্যমিক শুরু ৩ মার্চ থেকে, নতুন কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানুন এই প্রতিবেদনে

পূর্বে অর্থাৎ গত বছরে ৩রা অক্টোবর থেকে শুরু হয়েছিল আপার প্রাইমারির প্রথম দফার কাউন্সেলিং পর্ব। যেখানে সুপারিশপত্র পেয়েছিলেন ৮, ৭৪৯ জন প্রার্থী। অনুপস্থিত ছিলেন বহু প্রার্থী। অন্যদিকে ১১ থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত চলেছিল দ্বিতীয় দফার কাউন্সেলিং পর্ব। ২, ৫৯৫ জন প্রার্থীকে ডাকা হয়েছিল এই কাউন্সিলিংয়ে (SSC Counselling)। সেখানেও পরিলক্ষিত হয়েছে একাধিক প্রার্থীর অনুপস্থিতি। এরপর ২৮শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি ৭২৪ জন প্রার্থীকে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়। সেখানেও অনুপস্থিত ও প্রত্যাখান প্রায় ২৫ শতাংশ প্রার্থী। যার সংখ্যা ১৮১ জন। আর এই অনুপস্থিতির সংখ্যা দেখে আবারও চতুর্থ দফার কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে SSC।

স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে আগামী মাসে শুরু হবে এসএসসির চতুর্থ দফার কাউন্সেলিং পর্ব (SSC Counselling)। ৬ই মার্চ থেকে শুরু হবে সুপারিশপত্র গ্রহণকারী প্রার্থীদের কাউন্সেলিংয়। যার জন্য ২৭শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে তালিকা। যে তালিকা ডাউনলোড করে প্রার্থীরা দেখতে পাবেন কোন কোন স্কুলের জন্য এই কাউন্সিলিং হবে।

খবর রয়েছে চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ে (SSC Counselling) ডাকা হবে মোট ২৬১ জন প্রার্থীকে। তবে অপেক্ষমান তালিকায় রয়েছে এখনো ১,৮৯৮ জন প্রার্থী। কমিশন তরফে জানানো হয়েছে পূর্বের কাউন্সেলিং পর্বগুলিতে যেসব প্রার্থীরা অনুপস্থিত ছিলেন বা নিয়োগ পত্র পেয়েও স্কুলে যোগদান করেনি সেই পদগুলিতে নথিভুক্তকরণ হবে। আর এই নথিভুক্তকরণের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের পরবর্তীতে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে বলে জানিয়েছে এসএসসি।