Bus Full form: আপনার নিত্যদিনের সঙ্গী বাস! এর ফুল ফর্ম কী জানেন?

স্কুল- কলেজ, অফিস যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের নিত্যদিনের ভরসা হল বাস। শহরের রাস্তায় সরকারি বেসরকারি দুই বাসেরই দেখা মেলে। তবে সরকারি বাস তুলনায় কম। বাসে করে রোজ হাজার হাজার যাত্র-যাত্রী যাতায়াত করেন।

তবে শুধু নিত্যদিন বলেই নয়, এখন নানান দূরপাল্লার শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাসে চেপে নানা জায়গায় ভ্রমণ ও করছেন পর্যটকরা। সে দিঘা হোক বা দার্জিলিং। এই বাসের চাহিদাও বেশ ভালো। ভাড়া ও যাত্রীদের সাধ্যের মধ্যে।

আরও পড়ুন: Holi 2025: ১৩, ১৪ না ১৫, এবছর কত মার্চ পালিত হবে রঙের উৎসব? দোলপূর্ণিমা ও হোলির আসল সময়সূচী জেনে নিন

এই বাস পরিষেবা কিন্তু বহু দিনের। উইকিপিডিয়া বলছে, ১৮২০ সালে বাস পরিষেবা চালু ছিল ইউরোপে। তবে সেটি ছিল মূলত ঘোড়ার টানা। ১৮৮২ সাল নাগাদ শুরু হয় মোটর চালিত বাস পরিষেবা এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তিত ও আধুনিক হয়ে উঠেছে।

বাসে চেপে কাজে তো রোজই যান, তা এই বাস শব্দের ফুল ফর্মটি কি জানা আছে? বাস শব্দের ফুল ফর্ম হল omnibas। যেটি প্রায় অধিকাংশ মানুষই জানেন না। প্রসঙ্গত ভারতে বাস পরিষেবা প্রথম চালু হয় ১৯২৬ সালে মুম্বইতে। তাহলে এবার থেকে এই প্রশ্ন কেউ করলে সহজেই আসল জবাব ছুড়ে দিন