Hotel: হোটেলের বিছানায় কেন সুন্দর দেখতে এই কাপড়টি রাখা হয়?

কাজের ফাঁকে হাতে সময় নিয়ে ঘুরতে যান সকলেই। আর দূরে গেলেই থাকার ঠিকানা হয় কোনো হোটেল বা হোমস্টে। কেউ থাকেন বিলাসবহুল হোটেলে আবার কেউ স্বল্প টাকার হোটেলে।

হোটেলে বহুবার থেকেছেন। কিন্তু হোটেলের বিছানায় রাখা একটা কাপড়ের ওপরে চোখ পড়েছে আপনার? জানেন কেন এই কাপড়ের টুকরো সাজিয়ে রাখা হয়? হোটেল বা হোমস্টের বিছানায় রাখা কাপড়ের টুকরোটিকে বেড স্কার্ফ বা বেড রানার বলে। এটি খুব সরু হয়। এটি হোটেলে ঘরের সজ্জা হিসেবে ব্যবহার করা হয় যার জন্য হোটেলের বিছানাকে আরও পরিষ্কার ও প্রিমিয়াম দেখতে লাগে।

আরও পড়ুন: Bhutan Railway Connection: সুখের দেশে এবার সরাসরি ট্রেনে, ভারত-ভুটান সংযোগ আরও মজবুত

অনেক হোটেলে বেড স্কার্ফগুলিতে হোটেলের নাম, লোগো, থিম প্রিন্ট করা থাকে। যা হোটেলকে প্রচার করে পর্যটকদের কাছে। যেমন এটি সাজিয়ে রাখলে প্রিমিয়াম দেখায় সজ্জাটি ঠিক তেমনই বিছানার উপরে পাতা চাদরকে নোংরা ধুলো ময়লা থেকে দূরে রাখে।

অনেকেই আছেন যারা হোটেলের বিছানার ওপরে ট্রলি সুটকেস প্রভৃতি রাখেন। এই বেড স্কার্ফ থাকলে তা বিছানায় ধুলো আসতে দেয় না। বিছানার উপর পাতা চাদর যাতে অকারনে নোংরা না হয় মূলত সেই কথা মাথায় রেখেই এই বেড স্কার্ফ সাজিয়ে রাখা হয়।