দিন দিন হু হু করে বাড়ছে ঋণের বোঝা! ঈশার Reliance Retail চিন্তা বাড়াচ্ছে আম্বানির

নিজস্ব প্রতিবেদন : এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) ধাপে ধাপে নিজের কাঁধে থাকা সব দায়িত্ব নিজের সন্তানদের হাতে তুলে দিচ্ছেন। ঠিক সেই রকমই ২০২২ সালের আগস্ট মাসে মুকেশ আম্বানি তার মেয়ে ইশা আম্বানির হাতে তুলে দেন রিলায়েন্স রিটেইল লিমিটেড (Reliance Retail Limited)। দায়িত্ব পাওয়ার পর ইশা আম্বানি এই খাতে ব্যবসা বাড়ানোর জন্য তোড়জোড় শুরু করে দেন।

রিলায়েন্স সংস্থার তরফ থেকে খুচরো ব্যবসায় জোর দেওয়ার কাজ গত কয়েক বছর ধরেই দেখা যায়। তবে ইশা আম্বানি এই দায়িত্ব পাওয়ার পর সেই গতি আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল ব্যবসা বাড়াতে গিয়ে গত কয়েক মাসে হু হু করে ঋণের বোঝা বেড়েছে। এত ঋণের বোঝা বৃদ্ধি পাওয়া স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে রিলায়েন্স কর্তাকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ইশা আম্বানির হাতে আসার পর কোম্পানির ঋণের বোঝা গত আর্থিক বছরের তুলনায় নতুন রেকর্ড তৈরি করেছে।

রিলায়েন্স রিটেল লিমিটেডের তরফ থেকে সাম্প্রতিক যে বার্ষিক রিপোর্ট পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে ২০২২-২৩ অর্থবর্ষে ব্যাংক থেকে সংস্থাটি ৩২ হাজার ৩০৩ কোটি টাকা ঋণ নিয়েছে। মোট এই ঋণের ১৯ হাজার ২৪৩ কোটি টাকা ছিল নন কারেন্ট, দীর্ঘমেয়াদী এবং ঋণের বিভাগে। এই অর্থ বর্ষে যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে তার রীতিমত চোখ কপালে তোলার মতো।

ঋণের পরিমাণ এই কারণেই চোখ কপালে তুলছে, কারণ এর আগের অর্থ বর্ষে অর্থাৎ ২০২১ ২২ অর্থবর্ষে রিলায়েন্স রিটেল ব্যাংক থেকে লোন নিয়েছিল মাত্র ১.৭৪ কোটি টাকা। স্বাভাবিকভাবেই ঋণের পরিমাণ কত গুণ বৃদ্ধি পেয়েছে তা টের পাওয়া যায়। শুধু তাই নয়, যদি সব ধরা হয় তাহলে ঋণের অংক যা দাঁড়াচ্ছে তা চোখ কপালে তুলবে যে কারো। কেননা রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড থেকে দীর্ঘমেয়াদি ১৩৩০৪ কোটি টাকা ঋণ নিয়েছে। আর এই সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ৭০ হাজার ৯৪৩ কোটি টাকা। যা এক বছরে ৭৩ শতাংশ বেশি।

এখন প্রশ্ন জাগতে পারে এই বিপুল পরিমাণ টাকা কোথায় যাচ্ছে? রিপোর্টে দাবি করা হচ্ছে, বিপুল পরিমাণ এই অর্থ মূলত ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করা হচ্ছে। এই সকল অর্থ ব্যবহার করা হচ্ছে নতুন নতুন স্টোর, আউটলেট খোলার ক্ষেত্রে এবং নতুন নতুন ব্র্যান্ড অধিগ্রহণ করার লক্ষ্যে। গত আর্থিক বর্ষের রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স রিটেল লিমিটেড দেশজুড়ে ৩৩০০-র বেশি আউটলেট খুলেছে। এই আউটলেট খোলার গতি সমানভাবে থাকবে বলেও জানা যাচ্ছে।