Coaching Centre Rules: টিউশন ফি থেকে ভর্তির বয়স, কোচিং সেন্টারের জন্য ৫ নিয়ম জারি কেন্দ্রের!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল কোচিং সেন্টার (Coaching Centre) রয়েছে সেইসব কোচিং সেন্টারদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানান ধরনের অভিযোগ উঠতে দেখা যায়। এবার এই ধরনের অভিযোগের রাশ টানার জন্য কেন্দ্রের তরফ থেকে টিউশন ফি থেকে শুরু করে ভর্তির বয়স ইত্যাদি নিয়ে ৫টি নিয়ম (Coaching Centre Rules) জারি করা হলো। এ সকল নিয়ম না মানা হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে কোচিং সেন্টারগুলিকে।

Advertisements

কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে। যে গাইডলাইন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট education.gov.in এ। এই ওয়েবসাইটে যেসব নিয়মের কথা বলা হয়েছে সেই সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি কোন কোচিং সেন্টার চালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার পাশাপাশি কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisements

১) গাইডলাইনে প্রথম যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম রেজিস্ট্রেশন সংক্রান্ত। যেখানে বলা হয়েছে, প্রতিটি কোচিং সেন্টারকে স্থানীয় প্রশাসনের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন জানিয়ে কোচিং সেন্টার চালানোর ছাড়পত্র নিতে হবে। আবেদনের ক্ষেত্রে টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। এছাড়াও কোন কোচিং সেন্টারের একাধিক শাখা থাকলে সেগুলির জন্য আলাদা আলাদা ভাবে রেজিস্ট্রেশন নিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? শুধু টাকা কামানো নয়, পড়ুয়াদের ৫০ হাজার টাকা স্কলারশিপও দেয় TATA! জানুন কীভাবে

২) নতুন নিয়ম অনুসারে কোন পড়ুয়াকে কোচিং সেন্টারে ভর্তি নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা মেনে চলতে হবে। যে নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে তা হলো ১৬ বছর। এক্ষেত্রে মাধ্যমিক অথবা দশম শ্রেণীর শংসাপত্র দেখে তারপর ভর্তি নিতে হবে।

৩) কোচিং সেন্টারগুলিতে টিউশন ফি নিয়ে নানান ধরনের অভিযোগ থাকে। এক্ষেত্রে যদিও তত টিউশন ফি হবে তা বেঁধে দেওয়া না হলেও তা সঙ্গত হতে হবে এবং যে টিউশন ফি নেওয়া হচ্ছে তার রশিদ অভিভাবক অথবা পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে।

৪) এছাড়াও বলা হয়েছে, মাঝপথে কোন পড়ুয়া যদি কোচিং সেন্টার ছেড়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি কিভাবে টাকা ফেরত পাবেন তা স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।

৫) প্রতিটি কোচিং সেন্টারকে একটি করে কমপ্লেন ডেস্ক বা অভিযোগের জায়গা রাখতে হবে। যেখানে পড়ুয়া অথবা তাদের অভিভাবকরা কোচিং সেন্টারের কোন ভুল ত্রুটি বা অসহযোগিতার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আবার এখানেই কোচিং সেন্টারের শিক্ষক বা অশিক্ষক কর্মীরাও পড়ুয়া অথবা অভিভাবকদের বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারবেন।

Advertisements