Small Savings Scheme new Interest: ঘোষণা হল সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, এনএসসির নতুন সুদের হার, কত বাড়লো বা কমল

নিজস্ব প্রতিবেদন : প্রতি তিন মাস অন্তর অন্তর অর্থাৎ ত্রৈমাসিক হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে ক্ষুদ্র সঞ্চয় স্কিমগুলির (Small Savings Scheme) সুদের হার ঘোষণা করা হয়ে থাকে। এই এই সুদের হার ঘোষণায় যে সকল প্রকল্প জায়গা পায় তার মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), পিপিএফ (PPF), এনএসসি (NSC) ইত্যাদি।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের নতুন সুদের হার কত হবে তা মূলত নতুন ত্রৈমাসিক শুরু হওয়ার এক বা দুদিন আগে ঘোষণা করে থাকে। কিন্তু এবার যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে এবং নারী দিবসকে সামনে রেখে শুক্রবারই এই সকল প্রকল্পের নতুন সুদের হার ঘোষণা করে দেওয়া হলো। কেন্দ্র সরকারের নতুন ঘোষণায় সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ অন্যান্য প্রকল্পে সুদের হার কি হলো চলুন দেখে নেওয়া যাক (Small Savings Scheme new Interest)।

কেন্দ্র সরকারের তরফ থেকে পিপিএফ-এর সুদের হারে কোন পরিবর্তন আনা হয়নি। এই প্রকল্পের আওতায় আমানতকারীরা আসন্ন ত্রৈমাসিকে আগের মতই সর্বোচ্চ ৭.১% সুদ পাবেন। অন্যদিকে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পেও সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এই প্রকল্পের আওতায় আগের মতই সর্বোচ্চ সুদ পাওয়া যাবে ৭.৭ শতাংশ।

আরও পড়ুন 👉 Minimum Deposit Amount: ৩১ মার্চ বন্ধ হয়ে যাবে পিপিএফ থেকে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, যদি করা না হয় এই কাজ

এছাড়াও মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস-এর ক্ষেত্রেও আসন্ন ত্রৈমাসিকের জন্য নতুন কোন সুখবর দিতে পারেনি কেন্দ্র। এই প্রকল্পের আওতায় যারা বিনিয়োগ করে থাকেন তারা সর্বোচ্চ ৭.৪ শতাংশ সুদ পাবেন। কেন্দ্র সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পে সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের অনেক সুবিধা দেওয়া হয়ে থাকে। যে কারণে এই সকল প্রকল্পে বিনিয়োগকারীদের বড় অংশ উপকৃত হন যখন সুদ বাড়ানো হয়। তবে এবার তাদের জন্য সুখবর নেই।

অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের আওতায় যারা নিজেদের মেয়েদের জন্য সঞ্চয় করে থাকেন তারা আসন্ন ত্রৈমাসিকে সুদের হার বৃদ্ধি করা হবে এমন আশা করলেও তারাও কোনো আশার আলো দেখেননি। তাদেরও সুদের হার আগের মতই রাখা হয়েছে। পাওয়া যাবে ৮.২০ শতাংশ সুদ। কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের ফলে আসন্ন ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ সব ধরনের স্মল সেভিংস স্কিমে আগের মতই সুদ পাওয়া যাবে। কেননা এই সকল ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।