৫ বছরের কম বয়সী শিশুদের জন্য Aadhaar তৈরির নিয়ম

নিজস্ব প্রতিবেদন : বর্তমান অবস্থা এমনই যে আধার কার্ড বা আধার নম্বর না থাকলে আপনি চোখে মুখে আঁধার দেখবেন। ব্যাঙ্কে খাতা খোলা বলুন অথবা প্যান কার্ড করানো, সামাজিক সরকারি প্রকল্পে সুবিধা নেওয়া, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আধার নম্বর। আবার এখন শিশুদের পড়াশুনার ক্ষেত্রেও আধার নম্বর প্রয়োজনীয় হয়ে পড়েছে।

কিছু বছর আগেও বাচ্চাদের স্কুলে ভর্তি বা অন্য ক্ষেত্রে আধার এতোটা গুরুত্বপূর্ণ ছিলোনা, আজ যেটা হয়েছে। এই কারণে এখন বাচ্চাদের আধার কার্ডের জন্য ফোন নম্বর বেশি জমা পড়ছে। এখন অনেকেই হয়ত জানেন না যে বাচ্চা জন্মের পরই আধার কার্ড করা যায়। Unique Identification Authority of India(UIDAI) এর পক্ষ থেকে জানা যাচ্ছে যে, পাঁচ বছর না হলেও আধার কার্ড করা যায়। শিশুর জন্মের পরই আপনি আবেদন করতে পারবেন।

জন্মের পর শিশুর আধার কার্ড করা থাকলে একটি সুবিধা এই যে কোনো কারণে যদি শিশু হারিয়ে যায় তবে নিকটবর্তী আধার কার্ড তৈরি করার কেন্দ্রে নিয়ে গেলেই শিশুর ডিটেলস পাওয়া যাবে। এছাড়া স্কুলে ভর্তির সময়ও অভিভাবকদের অযথা হয়রান হতে হবেনা। শিশুদের জন্য বিশেষ এই আধার কার্ডকে বাল্যকালীন আধার কার্ড বা বাল আধার বলা হচ্ছে। এই আধার কার্ডে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নথিভুক্ত করা যাবে। এর জন্য শিশুটির বার্থ সার্টিফিকেট লাগবে।

যদি শিশুর বার্থ সার্টিফিকেট তৈরি না হয়ে থাকে সে ক্ষেত্রে অভিভাবকের আধার নম্বরেও কাজ হবে। আর ফর্মে বলা যাবতীয় তথ্য প্রদান করতে হবে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের বায়োমেট্রিক করানো যাবে না। শিশুর বয়স পাঁচ বছর হয়ে গেলে তাকে নিকটবর্তী আধার কেন্দ্রে নিয়ে গিয়ে বায়োমেট্রিক করাতে হবে। ১৫ বছর পরে আরও একবার। তবে সবটাই ফ্রিতে হবে। বাচ্চার বায়োমেট্রিক হয়ে গেলে এনরোলমেন্ট আইডি, নম্বর আর তারিখ লেখা একটি স্লিপ দেওয়া হবে। এরপর আপনার কাজ শেষ। পুরো প্রক্রিয়াটি শেষ হ‌ওয়ার ৯০ দিনের মধ্যে আধার কার্ড আপনি পেয়ে যাবেন। আপনার বাড়িতেই পৌঁছে যাবে কার্ড। যদি কোনো কারণে কার্ড পেতে দেরি হয় বা কোনো অসুবিধা হয় তখন এনরোলমেন্ট আইডি আপনার কাজে আসবে। এই আইডিটির সাহায্যে আপনি ইন্টারনেট থেকে আধার কার্ডের স্ট্যাটাস আপডেট জানতে সক্ষম হবেন।