Higher Secondary Exam 2024: রুমে শুধু মেয়ে আর মেয়ে, একা ছেলে হয়ে যা করল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্কুল জীবনের বড় দ্বিতীয় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam)। চলতি বছর পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam 2024) পরীক্ষার একটু আগেই শুরু হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক। আর পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই এমন এক ঘটনা দেখা গেল যা অবাক করছে রাজ্যকে।

Advertisements

পরীক্ষা কেন্দ্রে মূলত ছেলে মেয়ে সব ধরনের পরীক্ষার্থীদের নিয়েই পরীক্ষা হয়ে থাকে। কোন কোন পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র ছেলে পরীক্ষার্থীরাই থাকে আবার কোন কোন পরীক্ষা কেন্দ্রে থাকে কেবলমাত্র মেয়ে পরীক্ষার্থীরা। কোন কোন পরীক্ষা কেন্দ্রে ছেলে-মেয়ে দুই ধরনের পরীক্ষার্থীদেরই একসঙ্গে বসে পরীক্ষা দিতে দেখা যায়।

Advertisements

কিন্তু এবার এক পরীক্ষা কেন্দ্রে এমন এক ঘটনা ঘটলো যাতে করে হতভম্ব হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সব মহল। আসলে এক পরীক্ষা কেন্দ্রে এক ছেলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে ঢুকে দেখতে পায়, গোটা রুমে শুধু মেয়ে আর মেয়ে। ওই পরীক্ষা কেন্দ্রের রুমে কেবলমাত্র ছেলে পরীক্ষার্থী হিসেবে তারই সিট পড়েছে। আর এমনটা দেখে ওই ছেলে পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরে আসে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary Exam 2024: সরকারের সঙ্গে চিটিংবাজি হাজার হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের, ছেড়ে কথা বলবে না সরকারও

পরীক্ষা হলে শুধু মেয়ে আর মেয়ে দেখে পরীক্ষা না দেওয়ার এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা দু’নম্বর ব্লকের আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা না দিয়ে বাড়ি ফেরা ওই পরীক্ষার্থীর নাম জয়ন্ত বর্মন। সে পারডুবি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। ওই ছাত্রকে এইভাবে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যেতে দেখে শিক্ষক-শিক্ষিকারা অনেক বোঝালেও কোন কাজ হয়নি।

পারডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, ওই ছাত্রের অ্যাডমিট কার্ডে ভুল থাকার কারণে এমনটা ঘটেছে। তবে এমন পরিস্থিতিতে এই ভুল দেখা যায় যে তা সংশোধন করার উপায় ছিল না। যদিও মেয়েদের মাঝে সিট করলেও যাতে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য তার বসার ব্যবস্থা করা হয়েছিল শেষের দিকে। কিন্তু তারপরেও সে মেয়েদের মাসে বসে পরীক্ষা দিতে রাজি হয়নি আর পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গিয়েছে।

Advertisements