মুখ্যমন্ত্রীর বেতন কত! পুরোটাই ছেড়ে দেন, এক পয়সাও না নিলে তার চলে কিভাবে?

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের তৃণমূল সরকারের আসার পর এই নিয়ে তিন বার রাজ্যের বিধায়ক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন (West Bengal MLA’s Salary) বৃদ্ধি পেল। শেষবার ২০১৯ সালে বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং এরপর ২০২৩ সালে ফের বেতন বৃদ্ধি করা হলো। দ্বিতীয়বারের জন্য বেতন বৃদ্ধি করার পর বিধায়ক থেকে মন্ত্রী সবার বেতন ১ লক্ষ টাকার বেশি হয়ে দাঁড়ালো। স্যালারি স্কেল অনুযায়ী সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন মুখ্যমন্ত্রী (West Bengal CM’s Salary), তারপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়করা।

রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার পর অধিকাংশ মানুষের কাছেই পৌঁছে গিয়েছে তারা ঠিক কত টাকা পান তার হিসাব। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বেতন কত তা অনেকেরই অজানা। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এই বেতনের এক পয়সাও নেন না। এক্ষেত্রেও একটি প্রশ্ন থেকে যায়, সেটি হল, মমতা বন্দ্যোপাধ্যায় বেতন না নিলে তার চলে কিভাবে?

২০১৯ সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন ১ লক্ষ ১৭ হাজার ১ টাকা। এর মধ্যে মূল বেতন রয়েছে ২৭ হাজার ১ টাকা এবং ডিএ হল ৯০ হাজার টাকা। ২০২৩ সালে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হলেও মুখ্যমন্ত্রী নিজে তার বেতন বৃদ্ধি করেন নি। ২০১৯ সালে বেতন বৃদ্ধির আগে মুখ্যমন্ত্রীর বেতন ছিল মোট ৮৭ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার টাকা ছিল বেতন এবং বাকি ৬০ হাজার টাকা ছিল ডিএ।

এর আগে ২০১৭ সালে প্রথমবার বিধানসভায় বিল পাস করিয়ে বিধায়ক, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। সেবার বেতন বৃদ্ধির আগে মুখ্যমন্ত্রীর বেতন ছিল মাত্র ৮৫০০ টাকা। সেখান থেকে বেরিয়ে হয়েছিল ২৭ হাজার টাকা। মন্ত্রীদের বেতন ছিল ৭৫০০ টাকা এবং তা বাড়িয়ে করা হয় ২২ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ছিল ৭৩০০ টাকা এবং তা বাড়িয়ে করা হয়েছিল ২১ হাজার ৯০০ টাকা। বিধায়কদের বেতন ৫ হাজার থেকে করা হয়েছিল ১৭৫০০ টাকা। বিরোধী দলনেতার বেতন ১০৫০০ টাকা থেকে করা হয়েছিল ২২ হাজার টাকা।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি তার বেতন অথবা ভাতা থেকে এক পয়সাও নেন না। শুধু তিনি এমন কথা জানাননি, একই কথা জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন এবং ভাতা না নিলে তার চলে কিভাবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি যে সকল ছবি আঁকেন তা বিক্রি করে এবং তার লেখা বিভিন্ন বইয়ের রয়্যালিটি থেকে যা পেয়ে থাকেন তাতেই তার চলে যায়।