দিল্লি গেলে তিহাড়ে ঠাঁই হবে কেষ্টর, সেখানকার ‘সিংঘম’ জেলারকে চেনেন

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার সমস্ত ছাড়পত্র পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এখন কেষ্টর দিল্লি যাত্রা যেন শুধু সময়ের অপেক্ষা। আর তাকে দিল্লী নিয়ে গেলেই তার ঠাঁই হবে তিহাড় জেলে (Tihar Prison Complex)।

তিহার জেলে দেশের হাই প্রোফাইল সব অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতিদের ঠাঁই। দিল্লিতে থাকা এই জেলে রয়েছেন বহু সাজাপ্রাপ্ত অভিযুক্তরাও। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডল দিল্লি গেলে তার ওঠাই এখানেই হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই জেলেই রয়েছেন ‘সিংঘম’ জেলার।

তিহার জেলের বর্তমান জেলারের নাম দীপক শর্মা (Deepak Sharma)। তার শারীরিক গঠন এখন মোহিত করছে নেটিজেনদের। সিংঘম, চুলবুল পাণ্ডের মতো বহু পুলিশ অফিসারকে রূপালী পর্দায় দেখা গিয়েছে। আর সেই সকল রুপালি পর্দার পুলিশ অফিসারদের মতোই হাফ ভাব তিহার জেলের জেলারের।

দীপক শর্মার শারীরিক গঠন এমন যে তাকে দেখলেই মনে পড়তে পারে সিংঘম সিনেমার অজয় দেবগন অথবা দাবাং সিনেমার চুল বুল পান্ডেকে। জেলারের দায়িত্ব পালন করার পাশাপাশি দৈনিক তার শরীরচর্চা রয়েছে। দিনে চার থেকে পাঁচ ঘন্টা শরীর চর্চা তিনি করেন বলে জানিয়েছেন। প্রতিদিন সকাল সাতটায় শুরু হয় তার শরীর চর্চা।

পুলিশ অফিসার ছাড়াও তিনি একজন ব্যায়ামবীর এবং বিভিন্ন প্রতিযোগিতা থেকে তিনি একাধিক পুরস্কার জিতেছেন। দীপক শর্মার চেস্ট ৪৮ ইঞ্চি চওড়া, বাইসেপের মাপ ১৯ ইঞ্চি এবং বর্তমানে তাঁর ওজন ৯০ কিলো। জেলার ছাড়াও তিনি তিহার জেলের রোল মডেল হিসেবে পরিচিত। বহু পুলিশকর্মী এবং অপরাধীরা শরীরচর্চার জন্য তাকে অনুসরণ করে থাকেন।