এটিই বিশ্বের সবচেয়ে বড় পাখি, খায় রাক্ষসের মত, বুড়ো বয়সে নেয় চরম সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে কত ধরনেরই মজার মজার জিনিস রয়েছে। তবে ব্যস্ততার জীবনে সে সকল দিকে সবার নজর রাখা সম্ভব হয় না। যদিও আমরা মাঝে মাঝেই খুঁজে নিতে চেষ্টা করি বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ, স্টাচু ইত্যাদি কোনটি। তবে কখনো কি ভেবে দেখেছি বিশ্বের সবচেয়ে বড় পাখি কোনটি!

এখনো পর্যন্ত যে পাখিকে বিশ্বের সবচেয়ে বড় পাখি হিসেবে ধরা হয়ে থাকে সেই পাখিটি ৭৫ বছর বাঁচার ক্ষমতা রাখে। এই পাখির পরমায়ু যেন মানুষের থেকেও বেশি। এমনকি এই পাখিটি এতটাই বড় যে যখন সে নিজের ডানা দুটি মেলে ধরে তখন তাকে গাড়ির মতো দেখায়। পাখিটি ১১ ফুট চওড়া এবং এর ওজন ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

বিশ্বের সবচেয়ে বড় এই পাখি খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও রাক্ষসের মত খায়। নিজের ওজনের থেকেও বেশি খাবার খাওয়ার ক্ষমতা রাখে পাখিটি। বিশ্বের সবচেয়ে বড় এই পাখির দেখা মেলে ল্যাটিন আমেরিকায়। সেখানকার বহু জায়গায় এমন বিশালাকার Andean condor নামের পাখির দেখা পাওয়া যায়।

বিশ্বের দীর্ঘতম পর্বতমালা আন্দিজ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা সহ ল্যাটিন আমেরিকার ৭টি দেশে বিস্তৃত। এমন বিশালাকার পাখিটি এই পর্বতমালার চারপাশে দেখা যায়। এই পাখিরা বহু উচ্চতায় বাসা বেঁধে থাকে এবং এদের অনেকেই বলে থাকেন বিশ্বের বৃহত্তম উড়ন্ত প্রাণী।

আর্জেন্টিনা এবং পেরু এই সকল জায়গায় এমন বিশ্বের সবচেয়ে বড় পাখির দেখা সবচেয়ে বেশি পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় এই পাখির পুরুষ ও নারীদের পার্থক্য বোঝা যায় তাদের ঘাড়ে। যদি ঘাড়ে সাদা কলার থাকে তাহলে বুঝতে হবে সেটি পুরুষ আর না থাকলে তা নারী। তবে ধীরে ধীরে এই পাখির সংখ্যা কমতে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের পাখি প্রতিদিন ১২০ মাইল পথ অতিক্রম করার ক্ষমতা রাখে। এরা সাধারণত শকুন প্রজাতির হলেও খুব ভালো শিকারী নয় এবং মরা মাছ ও অন্যান্য মরা প্রাণী খেয়ে থাকে। আবার এই পাখি যখন বৃদ্ধ বয়সে এসে পৌঁছায় তখন নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেই।