নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাসের (Cooking Gas) দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। শেষমেষ আগস্ট মাসের শেষের দিকে কেন্দ্র সরকার সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের (LPG) দাম কমায়। মূলত ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলেই এই দাম কমে যায়।
কেন্দ্র সরকারের তরফ থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা করে ছাড় দেওয়ার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি উপকৃত হন যাদের উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে। কেননা তারা আগেই ২০০ টাকা ছাড় পেতেন আর এবার নতুন করে ২০০ টাকা ছাড় পাওয়ার ফলে মোট ছাড়ের পরিমাণ দাঁড়ালো ৪০০ টাকা।
তবে সবার বাড়িতে তো আর এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার নেই! মূলত এই রান্নার গ্যাস সিলিন্ডার আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে যে সকল পরিবারগুলি সত্যিই আর্থিকভাবে অনেক পিছিয়ে রয়েছেন অথচ এমন একটি লাভবান প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার পাননি তাদের নতুন করে সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। নতুন করে আরও ৭৫ লক্ষ উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর মরশুমে কেন্দ্র সরকারের তরফ থেকে Ujjwala Yojana 2.0 চালু করার ঘোষণা করা হয়েছে এবং এর জন্য ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প ২০১৬ সালে চালু হওয়ার পর ইতিমধ্যেই দেশের প্রায় ১০ কোটি পরিবারের কাছে সস্তায় গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে আগামী দিনে আরও ৭৫ লক্ষ গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ১১ কোটি।
এই প্রকল্পের আওতায় কারা বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন নেওয়ার সুযোগ পাবেন? সেই সকল পরিবারগুলি এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার সুযোগ পাবেন যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এর জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনকারীকে বিপিএল কার্ড আপলোড করতে হবে। এই রান্নার গ্যাস কানেকশন হবে বাড়ির একজন মহিলার নামে এবং যার নামে কানেকশন নেওয়া হবে তার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়াও যিনি এই প্রকল্পের জন্য আবেদন করবেন তার পরিবারের অন্য কারো নামে যেন কোন রান্নার গ্যাস কানেকশন না থাকে।