Kolkata Metro Service Disruption: যাত্রী ভোগান্তি আবারও চরমে! চলতি মাসে দুদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

Kolkata Metro Service Disruption : মেট্রো হল এমন এক পরিবহণ ব্যবস্থা যা খুব কম সময়েই যাত্রীদের সুবিধা দিয়ে থাকে। এই কারণে লোকাল ট্রেনের থেকে চাহিদাও থাকে বেশি। তবে আবারও হতে চলেছে যাত্রী ভোগান্তি এমনই আশঙ্কা করা হচ্ছে। কারণ মার্চ মাসে দুদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, মূলত শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) পর্যন্ত এই দুটি রুটে মেট্রো মিলবে না দুদিন। তবে মোটে দুদিন নয়। মেট্রোর otirikto কাজের ফলে আরও দুদিন পরিষেবার উপর চাপ বাড়তে পারে।

এর আগেও বেশ kodiner জন্য বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তখন ও যাত্রী দুর্ভোগ কম কিছু হয়নি। আবারও একই ছবি উঠে আসতে দেখা যাচ্ছে।

  • কবে কবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা তা মেট্রোরেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Bhutan Railway Connection: সুখের দেশে এবার সরাসরি ট্রেনে, ভারত-ভুটান সংযোগ আরও মজবুত

জানা যাচ্ছে , আগামী ৮ ও ৯ মার্চ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই রুটে নতুন মেট্রোপথ তৈরির দায়িত্ব পেয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। বর্তমানে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে দুটি পৃথক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে মেট্রো চলাচল করে। তবে শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজ প্রায় শেষের পথে। যদিও এখনও কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেই কাজ শেষ করতেই গোটা রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হবে।

অন্য দিকে, আগামী সোমবার সকালে ওই দুই রুটে প্রথম মেট্রো পরিষেবার সময়ও বদল করা হয়েছে। শিয়ালদহ থেকে ওই দিন সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৫ মিনিটে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।

শনি-রবি ছাড়াও আগামী শুক্রবার ৭ মার্চ এবং সোমবার ৯ মার্চ ওই দুই রুটে মেট্রো পরিষেবা আংশিক ভাবে ব্যাহত হবে। শুক্রবার বিকেলের পর থেকে সোমবার সকালে বেশ কিছুটা সময় পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধে ৭টা ৩ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ফেরার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৫ মিনিটে। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টায়। অন্য দিকে, আগামী সোমবার সকালে ওই দুই রুটে প্রথম মেট্রো পরিষেবার সময়ও বদল করা হয়েছে। শিয়ালদহ থেকে ওই দিন সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ tar পরিবর্তে পাওয়া যাবে সকাল ৮টা ১৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৫ মিনিটে।এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।