Kolkata Metro: আবারও ৪ দিনের জন্য বন্ধ থাকবে এই রুটের মেট্রো চলাচল, কি কারনে এই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের?

Kolkata Metro: মহানগরীর লাইফ লাইন বলা হয় মেট্রো পরিষেবাকে। কলকাতার দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা হল কলকাতা মেট্রো। যার উপর ভরসা করে প্রতিদিন অফিস কাছারি নানা জায়গায় ছুটে চলে কলকাতাবাসী। ফলেই কলকাতা মেট্রো রুটের ট্রাফিক ব্লক হলেই ভোগান্তিতে পড়তে হয় মেট্রোবাসীকে। আর সেই সমস্যা এড়াতেই কলকাতার মেট্রো চলাচল নিয়ে বিরাট আপডেট দিল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে ফের ৪ দিন বন্ধ থাকবে কলকাতা রুটের মেট্রো চলাচল। কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল? কোন রুটেই বা এই পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের?

প্রসঙ্গত, পূর্বে বেশ কয়েকদিন আগে কলকাতা মেট্রো তরফে ট্রাফিক ব্লকের ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৩ই তারিখ থেকে ১৬ই তারিখ পর্যন্ত কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ করা হয়েছিল। মূলত সিবিটিসি সিগন্যালিং সিস্টেমের টেস্টিংয়ের জন্যই এই ট্রাফিক ব্লক করা হয়েছিল। তবে সম্প্রতি আবারো কলকাতা মেট্রো তরফে প্রেস বিজ্ঞপ্তিতে আবারো মেট্রো পরিষেবা বন্ধ রাখার খবর জানানো হয়েছে। কোন রুটের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে?

মেট্রো সূত্রে জানা গিয়েছে, হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ রুটের বিশেষ কাজের জন্য ট্রাফিক ব্লক থাকবে ৪ দিন। অর্থাৎ হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ রুটের ইস্ট ওয়েস্ট করিডোরে এই ৪ দিন কোনো পরিষেবা মিলবে না। পুরো করিডোর জুড়েই থাকবে ট্রাফিক ব্লক। কবে থেকে বন্ধ করা হবে এই মেট্রো পরিষেবা? কোন লাইনেই বা পাওয়ার ব্লক থাকবে?

আরও পড়ুন: উন্নত মানের গম সরবরাহে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদে, বাস্তবায়নে বাধা কিছু অসাধুদের

বিজ্ঞপ্তি অনুযায়ী খবর রয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত চার দিন বন্ধ থাকবে হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ রুটের ইস্ট ওয়েস্ট করিডোরের মেট্রো পরিষেবা। মূলত গ্রীন লাইনের ট্রাফিক ব্লক থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে টাইম টেবিল অনুযায়ী পার্পল লাইন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনে সমস্ত মেট্রো পরিষেবা মিলবে। কিন্তু কি কারনে আবার ৪ দিনের জন্য গ্রীন লাইনের মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধের ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ?

কলকাতা মেট্রো (Kolkata Metro) তরফে জানানো হয়েছে শনি ও রবিবারসহ ৪ দিনের জন্য পাওয়ার ব্লক থাকবে গ্রীন লাইনে। আর তার কারণ হলো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম টেস্টিং। অর্থাৎ এই কন্ট্রোল সিস্টেম টেস্টিংয়ের জন্যই আবারও ৪ দিনের জন্য গ্রীন লাইন বন্ধের ঘোষণা করেছে কলকাতা মেট্রো। ফলে ২০ থেকে ২৩শে ফেব্রুয়ারি কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে ডেইলি মেট্রোবাসীদের।